নিউজ ডেস্ক: মণিপুরের ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া দিল সুপ্রিম কোর্ট। ঘটনার তীব্র নিন্দা করে শীর্ষ আদালতের স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ না নিলে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেবে আদালত। পাশাপাশি, ঘটনা প্রসঙ্গে কেন্দ্র এবং মণিপুর সরকারকে দ্রুত রিপোর্ট পেশ করারও নির্দেশ দিয়েছে আদালত। এই প্রসঙ্গে শুক্রবার, ২৮ জুলাই হবে পরবর্তী শুনানি।
বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “দেশে এধরণের ঘটনা কোনও মতেই কাম্য নয়। সাম্প্রদায়িক ঘটনায় মহিলাদের ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সংবিধানের চূড়ান্ত অপব্যবহার হয়েছে। সরকার যদি এই বিষয়ে কোনও পদক্ষেপ না নেয়, তবে আদালত নেবে”।
প্রধান বিচারপতি সহ বিচারপতি পিএস নরশীমা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ আরও জানান, ঘটনা প্রসঙ্গে গৃহীত পদক্ষেপ সম্বন্ধে কেন্দ্র এবং রাজ্য সরকারকে শীঘ্রই জানাতে হবে। ডিভিশন বেঞ্চের এই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান, ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। খুব শীঘ্রই সেই সংক্রান্ত সমস্ত তথ্য আদালতের কাছে পেশ করা হবে।
উল্লেখ্য, ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিবস্ত্র অবস্থায় একটি খেতের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারা গণধর্ষণের শিকার হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ট্যুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়াকে ভিডিওটি শেয়ার করা বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। এদিকে, অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করেছে মণিপুর পুলিশ। পাশাপাশি, ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।