নিউজ ডেস্ক: ফের কলকাতা হাইকোর্টে মামলা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ মামলায় ইতিমধ্যেই উঠে গেছে সুপ্রিম রক্ষাকবচ। তাই নিয়োগ মামলায় আপাতত ইডি বা সিবিআই জেরার সম্মুখীন হতেই হবে তাঁকে। কিন্তু সুপ্রিম কোর্ট ৪৮২ ধারায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন অভিষেককে। সেই অনুযায়ী জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ মামলা দাঁয়ের করলেন তিনি।
উল্লেখ্য, গত মার্চ মাসে শহিদ মিনারের সভায় তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এও দাবি করেন, যে মদন মিত্র ও কুণাল ঘোষকেও নাকি তাঁর নাম নেওয়ার জন্য চাপ দিয়েছিল সিবিআই। এরপরই কুন্তল ঘোষ আদালতে চিঠি লিখে দাবি করেন তাঁর বয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য চাপ দিচ্ছে সিবিআই।
তবে জেলের সিসিটিভি ফুটেজ দেখিয়ে সিবিআই জানায়, কুন্তলের অভিযোগ মিথ্যা। এরপর অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন জাস্টিস অমৃতা সিনহা। অমৃতা সিনহার নির্দেশ খারিজ করার আবেদন জানিয়েই ফের হাইকোর্টের শরণাপন্ন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। আগামী ২৪ জুলাই, সোমবার এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।