নিউজ ডেস্ক: নেইমারের পারফরম্যান্স নিয়ে যদি প্যারিস সাঁজা ক্লাবের সদস্যদের ভোট নেওয়া হয়, তাহলে হয়তো কেউই তাঁকে চাইবেন না। গতবার নেইমারের খারাপ পারফরম্যান্সের কারণে বাড়ির সামনে বিক্ষোভ হয়েছিল। ক্লাব থেকে বিদায় নেওয়ার জন্য জোরালো সওয়াল উঠেছিল। বিদ্রুপ শুনতে হয়েছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে মাঠ ও মাঠের বাইরে। পারফরম্যান্স একেবারে তলানিতে থাকায়।
কিন্তু এ বার কী করবেন নেইমার? জল্পনা যখন তুঙ্গে তখন নেইমার নিজেই ঘোষণা করছেন, ‘প্যারিস সাঁজাতেই থাকবেন তিনি। তাঁর কথায়, ‘সদস্য-সমর্থকদের ভালোবাসা না থাকলেও আমি প্যারিস সাঁজাতেই থাকব।’ কিন্তু সদস্যরা আদৌ তাঁকে পছন্দ করেন না, তা তিনি জানেন ভালো করেই। তাই তাঁর মন্তব্য, ‘ক্লাব আমাকে কিছু বলেনি এখনও। ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ফলে প্যারিস ক্লাবেই আমার ঠিকানা। সদস্যরা ভালো না বাসলেও থাকব আমি। চেষ্টা থাকব সদস্য-সমর্থকদের খুশি করতে।’
আরও পড়ুন: Wrestlers Protest: মাত্র দু’দিনের জন্য জামিন ব্রিজভূষণের
চোট-আঘাত কাটিয়ে গত সপ্তাহে প্র্যাক্টিসে ফিরেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। চোটের কারণে এক মরসুমে তিনবার তাঁকে মাঠের বাইরে যেতে হয়েছিল। কাতার বিশ্বকাপের আগে ঠিক একই ঘটনা ঘটেছিল। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কথায়, ‘চোট-আঘাতে মরসুমটা আমার খুব ভালো কাটেনি। মাঠে ফেরা এত সহজ ছিল না। কিন্তু ধীরে ধীরে নিজেকে মানাতে হয়েছে। আশাকরি, আগামী মরসুমে নিজের পারফরম্যান্স ফিরে পাব। সেই চেষ্টাই করে যাচ্ছি।’
মাঝে শোনা গিয়েছিল চেলসির প্রস্তাব রয়েছে তাঁর কাছে। কিন্তু চেলসি যদিও তা নিয়ে কোনও কথা বলেনি। চু্ক্তি থাকায় প্যারিস সাঁজাও কিছু করতে পারছে না। চুক্তি ভেঙ্গে তাঁকে বিদায় গেলে বড় অঙ্কের মাসুল গুণতে হবে প্যারিসের ক্লাবকে। ফলে নেইমারকে নিয়ে অসন্তোষ ক্লাবের অন্দরেও। চোট-আঘাত নিয়ে ২৬ মিলিয়ন ডলার ক্লাবকে গুণতে হচ্ছে প্রতিবছর। হিসেবের অঙ্ক কষছে প্যারিসের ক্লাবও।