নিউজ ডেস্ক: মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক দেখে ফেলায় নাবালক ছেলেকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মর্মান্তিক ও হাড় হিম করা ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা থানার চন্দনপিঁড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বাবা কেরালায় কাজ করেন। ১১ বছরের নাবালক ছেলেকে নিয়ে চন্দনপিঁড়ির গ্রামে থাকতেন মা মনিরা বিবি। সেখানেই এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ষষ্ঠ শ্রেণির ছাত্র আজাতুল্লাহ শেখ ঘরে ঢুকে মাকে এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে।
প্রতিবেশিদের অভিযোগ, আগেও একদিন এভাবে মায়ের অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলায় দিনের পর দিন ছেলেকে বেধড়ক মারধর করেন ওই মহিলা। মনিবরা প্রায়শই ছেলেকে মারধর করতেন বলে অভিযোগ। এমনকি বাবা বাড়িতে থাকলে স্ত্রীর রোষের মুখ থেকে ছেলেকে বাঁচাতে গেলে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করা হত বলে অভিযোগ।
আরও পড়ুন: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
স্থানীয় বাসিন্দারা জানান, এদিনও মায়ের কুকীর্তি দেখে ফেলে নাবালক ছেলে। তখনই তাকে প্রচণ্ড মারধর করেন মনিরা। এমনকি ছেলে জ্ঞান হারালে তাকে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন বাসিন্দারা। শিশুপুত্রকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে খবর জানাজানি হতেই মনিরাকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মৃত নাবালকের জেঠতুতো দাদার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মায়ের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মনিরা বিবিকে। মৃতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তিনি কেরালা থেকে ফিরছেন।