নিউজ ডেস্ক: আগামী সোমবার পর্যন্ত অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত কোনো মামলায় কোনো কড়া পদক্ষেপ করা যাবে না নির্দেশ কলকাতা হাইকোর্টের। তার রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট। একইসঙ্গে অভিষেক সংক্রান্ত যাবতীয় নথি এবং তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় পরবরতী শুনানি সোমবার। সোমবার বিকেল সাড়ে চারটায় শুনানি করবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালত। অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি ও এস বি রাজুর সময়ের সুবিধায় এই ব্যাবস্থা।
আদালতের এদিন ইডির কাছে জানতে চায় অভিষেককে গ্রেপ্তার করার দরকার আছে কিনা। তাকে হেফাজতে নিয়ে জেরার দরকার আছে কি না। আদালতের প্রশ্নের উত্তরে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি জানান, “বেআইনি শিক্ষক নিয়োগের মামলায় তাকে ইডি কবে ডাকার পরিকল্পনা করেছে সেটা এখন বলা যাচ্ছে না। তাকে ১৪ জুন ডাকা হয়েছিল। তিনি আসেনি ভোটে ব্যাস্ততার কথা বলে। তারপরে আর ডাকা হয়নি। ওনার বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য নথি আছে ইডি র কাছে”।
আরও পড়ুন: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়
শহীদ সমাবেশের আগের দিন আদালতের তরফে রক্ষাকবচ আসায় স্বস্তির নিঃশ্বাস তৃণমূলে। রক্ষাকবচের জন্য অনেক দিন ধরেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অভিষেকের আইনজীবীরা। সেই কাঙ্ক্ষিত রক্ষাকবচের মেয়াদ অবশ্যে খুবই অল্প সময়ের। এখন দেখার এই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হয় কি না।