নিউজ ডেস্ক: জানেন কি চুলের যত্নের জন্য কেবল মাত্র একটি জিনিস পরিবর্তন করলেই আপনার চুল হবে ঘন ও উজ্জ্বল! ত্বকের যত্নের জন্য যতটা সময় ব্যয় করা হয় চুলের যত্নের জন্য তা হয় না। তবে প্রতিদিন চুলে ব্যবহার করা হয় এমন একটি জিনিস আছে যা পাল্টে ফেললেই চুলের বিভিন্ন সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যাবে। আয়নার কাছে পড়ে থাকা সেই জিনিসটি আর কিছুই না চিরুনি। চুলের স্বাস্থ্যের সঙ্গে চিরুনির যোগ মারাত্মক। কিন্তু ভুল চিরুনি ব্যবহার করার জন্যই চুল নষ্ট হয়ে যায়, ডগা ফাটে, জট পাকিয়ে যায়। তাই প্লাস্টিকের চিরুনির বদলে কাঠের চিরুনি ব্যবহার করা উচিৎ। সবচেয়ে ভালো হয় যদি নিম কাঠের চিরুনি ব্যবহার করা যায়।
কাঠের চিরুনি সহজলভ্য। দামও খুব একটা বেশি নয়। তবে গুণাগুণ অপরিসীম। চলুন জেনে নেওয়া যাক কাঠের চিরুনি ব্যবহারের সুফলগুলি-
- কাঠের চিরুনির দাঁতগুলি গোলাকার হওয়ার ফলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে ও চুলের গোড়া শক্ত হয়।
- কাঠের চিরুনি দিয়ে ভেজা চুল আঁচড়ালেও চুল কম ভাঙে।
- কাঠের চিরুনি তড়িৎ অপরিবাহী বলে স্থির তড়িৎ উৎপন্ন হয় না। তাই চুল আঁচড়ানোর সময় জট পাকিয়ে যায় না ফলে চুলে ন্যাচারাল ভলিউম তৈরি হয়।
- কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তা ক্লান্তি দূর করতে সাহায্য করে।
- খুশকি প্রতিরোধে দারুন উপযোগী কাঠের চিরুনি।
তবে শুধু চুলের যত্নই নয়, কাঠের চিরুনিটিরও যত্নের প্রয়োজন আছে। মনে রাখতে হবে কাঠের চিরুনি কখনো জলে ভেজানো যাবে না। পরিষ্কার রাখতে ভেসলিন লাগিয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। জলে ভিজে গেলে রোদে শুকিয়ে নিতে হবে। একটি কাঠের চিরুনি যত্ন করলে প্রায় তিন বছর ব্যবহার করা যাবে।