নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। বিগত দুদিন ধরে শতাধিক হাতি তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যার ফলে দিশেহারা ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া, ঠাকুরথান, বনডাহি, কষাফুলিয়া ,জারুলিয়া , বাঁদরভুলা সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা।
কয়েকদিন আগে হাতির হামলায় হুলা পার্টির দুজন সদস্যের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের প্রায় ৬০ থেকে ৭০ টি বাড়ি ভেঙে তাণ্ডব চালিয়েছে হাতির দল। সেই সঙ্গে মাঠে গিয়ে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দিয়েছে। ঝাড়গ্রাম ব্লক জুড়ে যেমন হাতির দল তাণ্ডব চালাচ্ছে তেমনি সাঁকরাইল ব্লক জুড়েও হাতির দল তাণ্ডব চালাচ্ছে। বৃহস্পতিবার ভোরে একদল হাতি সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় তান্ডব চালায়। যার ফলে হাতির হামলায় আহত হয় জয়দেব হাওলাদার নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে হাতির দল চুনপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেঙে তাণ্ডব চালিয়েছে। তাই আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: Abhishek Banerjee: এখনই গ্রেপ্তার হবেন না অভিষেক, রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
খাবারের সন্ধানে বৃহস্পতিবার ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা টোলপ্লাজা লাগুয়া কসাফুলিয়া গ্রামে ঢুকে হাতির দল তাণ্ডব চালিয়ে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করে এবং গাছপালাও ফসলের ব্যাপক ক্ষতি করে। ওই গ্রামের বাসিন্দারাও রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। যে ভাবে হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে তান্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্ক দেখা দিয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। বন দপ্তরের উপর মানুষের ক্ষোভ বাড়ছে। তাদের দুজন সদস্য মারা যাওয়ায় হুলা পার্টির সদস্যরা হাতি তাড়ানোর কাজ থেকে বিরত ছিলেন কয়েকদিন । যার ফলে সমস্যা আরও বেড়েই চলছে। হাতির দল প্রতিদিন ঘরবাড়ি ভাঙচুর করছে সেই সঙ্গে প্রান হানির ঘটনা ঘটছে এবং মানুষের আহত হওয়ার ঘটনা ঘটছে। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে।