নিউজ ডেস্ক: বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ২-০ গোলে হারাল খিদিরপুর স্পোর্টিংকে। গোলদাতা তুহিন দাস ও শ্যামল বেসরা। দুই অর্ধে দুটো গোল। ম্যাচে লাল-হলুদের দাপট থাকলেও গোলের সংখ্যা আর বাড়েনি।
প্রতিপক্ষ খিদিরপুর স্পোর্টিং ক্লাবের অবস্থা আরও খারাপ। প্রথম ডিভিশন ক্লাবের সেই ক্ষমতা থাকে না। অল্প টাকায় দল গড়তে হিমশিম অবস্থা। তারপরে খেলতে হচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো টিমের বিরুদ্ধে। তারপরেও লড়াইয়ের ময়দান থেকে হারিয়ে যায়নি খিদিরপুর। বিক্ষিপ্ত কিছু সুযোগ পেয়েছিল দু’দলই।
নৈহাটি স্টেডিয়ামে খেলা হওয়ায় দর্শক সংখ্যা সে রকম ছিল না। পরের ম্যাচ খেলবে ঘরের মাঠে। সেখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাল- হলুদের।