নিউজ ডেস্ক: ২৪ লোকসভার আগে শেষ শহিদ দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর এই নিয়েই সকাল থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের দৃষ্টি ২১ জুলাইয়ের দিকে। ইতমিধ্যে একাধিক চাপান-উতোর দেখা গেছে এই দিনটি নিয়ে। একাধিক সূত্রে শোনা গেছে এবার ২১ শের মঞ্চে নাকি দেখা যাবে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে পঞ্চায়েত সন্ত্রাসের পর বুদ্ধিজীবীদের অবস্থান নিয়েও উঠেছে প্রশ্ন। এর আগের শহিদ দিবসেও একাধিক বুদ্ধিজীবীকে দেখা গিয়েছিল তৃণমূলের মঞ্চে, তবে এবার তাদের কতজনকে দেখা যাবে মঞ্চে তা নিয়েও কৌতূহল বিশেষজ্ঞমহলে।
অন্যদিকে, সকাল থেকেই অঘোষিত ছুটির মেজাজ কলকাতার ব্যস্ত রাস্তাগুলিতে। বাস-অটোর অপ্রতুলতায় দুর্ভোগে অফিস-যাত্রীরা। এদিকে, আগামী লোকসভার আগে শেষ শহিদ দিবসে সর্বাধিক লোক জমায়েতের লক্ষ্য নিয়েছিল তৃণমূল। সেই অনুযায়ী কলকাতার বাইরে থেকে ইতিমধ্যেই কর্মীসমর্থকদের নিয়ে এসে থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্কের মতো এলাকায়। তাঁদের সরকারি বাসে সভাস্থলে নিয়ে যাওয়ার জন্য টুলে নেওয়া হয়েছে প্রচুর সরকারি বাস। এক কথায় সকাল থেকেই বেশ বিপাকে স্কুল ও অফিস-যাত্রীরা।
এদিকে সভাস্থলে ইতিমধ্যেই শুরু হয়েছে জমায়েত। মূল মঞ্চের পাশে করা হয়েছে আরও একটি মঞ্চের ব্যবস্থা। যেখানে তৃনমূলের সাংসদ, বিধায়ক কাউন্সিলর মিলিয়ে প্রায় ৬০০ জনের বসার ব্যবস্থা করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়বে জমায়েত। এবারের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে কী বার্তা দেন তৃণমূল-সুপ্রিমো, সে দিকেই নজর এখন রাজনৈতিক-বিশেষজ্ঞদের।