নিউজ ডেস্ক: প্যারোলে মুক্তি পাওয়া ব্যক্তিকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুর দমকল কেন্দ্রের সামনে ১২ রাউন্ড গুলি চলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গুলিতে দেবজ্যোতি ঘোষ (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিধাননগর পুলিশ।
জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ নারায়ণপুর দমকল সামনে ১২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। অপর একটি গাড়িতে থাকা দেবজ্যোতি ঘোষকে লক্ষ্য ১২ রাউন্ড রাউন্ড গুলি করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
দেবজ্যোতি ঘোষ সাজাপ্রাপ্ত আসামী পুলিশ সূত্রে খবর। প্যারোলে মুক্তি পেয়ে ফিরছিলেন তিনি। নিয়ম মত প্রতিদিন তাকে নারায়নপুর থানায় হাজিরা দিতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যাতে নারায়ণপুর থানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি (যদিও পরিবারের দাবি তিনি ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন)। তারপরেই এই ঘটনা ঘটে। মৃতের গাড়ির মধ্যে থেকে বেশ কয়েকটি গুলির অংশ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: এখনই গ্রেপ্তার হবেন না অভিষেক, রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট
জানা গেছে দেবজ্যোতি তৃণমূল কর্মী ছিলেন। যারা আততায়ী তারাও একই দলের আরেক গোষ্ঠীর সদস্য। একদিকে যখন একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্ব চলছে শহর জুড়ে। ঠিক সেই সময় এই শুট আউট কাণ্ড প্রশাসনের ব্যর্থতা প্রমাণ করে অভিযোগ বিরোধীদের দুই দুষ্কৃতী গোষ্ঠীর লড়াইয়ের জেরে এই ঘটনা বলে পুলিশ সূত্রে খবর মারা গেছে এবং যারা গুলি চালিয়েছে দুপক্ষ এই তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে স্থানীয় সূত্রের দাবি।গুলিকান্ডের পরেই ঘটনাস্থলে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তদন্তে নারায়নপুর থানার পুলিশ।