নিউজ ডেস্ক: ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির সঙ্গে যোগ দিতে চলেছেন আন্দ্রে ইনিয়েস্তা। বার্সেলোনাতে দুই তারকা খেলেছেন একসঙ্গে। পুরোনো বন্ধু দলে নিতে নাকি মরিয়া। এখনও পর্যন্ত আমেরিকার ক্লাবে স্প্যানিশ তারকার যোগদান নিয়ে কোনও কোনও সরকারি মতামত পাওয়া যায়নি। কিন্তু ইন্টারে ইনিয়েস্তার যোগদান প্রায় পাকা।
জাপানের ক্লাব ভিসেল কোবের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে মাসকয়েক আগে। ইচ্ছে ছিল, আরও দু’বছর সেখানে খেলবেন। কিন্তু তা আর হয়নি। অশ্রুসজল চোখে নিতে হয়েছে বিদায়। ফলে সরকারিভাবে এখনও অবসর নেওয়া হয়নি। জাপানের ক্লাব থেকে বিদায়কালে ইনিয়েস্তার মন্তব্য ছিল, ‘অবসরের মঞ্চ হিসেবে জাপানের এই ক্লাব আমার ছিল পছন্দের। এখনও আমি খেলতে চাই। জানি না, কবে কোথায় খেলব।’
আরও পড়ুন: East Bengal: লাল-হলুদে ছয় নম্বর, বিদেশি অজি তারকা?
ইনিয়েস্তার সঙ্গে ইন্টার মিয়ামিতে সের্খেই বুসকেতসের নামও শোনা যাচ্ছে। বার্সেলোনার পুরোনো সতীর্থদের সঙ্গে খেলে আমেরিকার মেজর সকার লিগকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান মেসি। সেখানেই মেসির সার্থকতা।