নিউজ ডেস্ক: এখনই পদত্যাগ করছেন না তিনি। বিরোধীদের সমস্ত কটাক্ষের উত্তরে স্পষ্ট জানিয়ে দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বিরেন সিং। বিবস্ত্র দুই মহিলার ভিডিও কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সরব হয় কংগ্রেস সহ বাকি বিরোধী দল। দাবি, রাজ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ মুখ্যমন্ত্রী। এরপরই বিরেনের পদত্যাগ প্রসঙ্গে শুরু হয় জল্পনা। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঘটনা প্রসঙ্গে সরকারি সূত্রের বক্তব্য, “মুখ্যমন্ত্রী বদলের কোনও প্রশ্নই উঠছে না। এই মুহূর্তে রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ”। পাশাপাশি, রাজ্যের কুকি সম্প্রদায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি সূত্রের।
মণিপুরের ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে সরব হয় গোটা দেশ। শুরুর দিনই মুলতুবি হয়ে যায় সংসদের বাদল অধিবেশন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। পরিস্থিতি বেগতিক বুঝে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারকে পুরো ঘটনার দ্রুত রিপোর্ট পেশ করতে বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
পাশাপাশি, বিজেপির অন্দরেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। ঘটনাটি ‘সমগ্র দেশের জন্যে লজ্জা’র বিষয় বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনার তীব্র নিন্দা করেন। জানান, দোষীদের কোনওভাবেই রেয়াত দেওয়া হবে না।
অন্যদিকে, নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসনও। ঘটনার সঙ্গে যুক্ত একজনকে বৃহস্পতিবারই গ্রেফতার করে মণিপুর পুলিশ। সূত্রের খবর, পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে বলেও খবর।