নিউজ ডেস্ক: মাত্র আধ ঘন্টার ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে ভোর-রাতে ঘুমের মধ্যে একাধিকবার কম্পন টের পেয়ে ভয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। অন্যদিকে, শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে মণিপুরও। তবে সেখানেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি(এনসিএস)এর তথ্য অনুযায়ী, মাত্র ১০ কিলোমিটার গভীরে শুক্রবার ভোর ৪.৯টা নাগাদ প্রথম কম্পন অনুভব করা যায়। কম্পনের মাত্রা ছিল ৪.৪ ম্যাগনিটিউড। এরপর ভোর ৪.২২ মিনিটে ৩.১ ম্যাগনিটিউড এবং ভোর ৪.২৫ মিনিটে ৩.৪ ম্যাগনিটিউড মাত্রা কম্পন টের পায় জয়পুর সহ একাধিক এলাকার সাধারণ মানুষ। ঘটনায় উদ্বিগ্ন হয়ে ট্যুইট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সকলের সুস্থতা কামনা করে পোস্ট করেন তিনি।
অন্যদিকে, শুক্রবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠেছে মণিপুরও। এনসিএস’এর ট্যুইট অনুযায়ী, এদিন ভোর ৫.০১ মিনিটে কেঁপে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। উখরুল এলাকায় মাটি থেকে মাত্র ২০ কিলোমিটার নিচে কম্পনের উৎসস্থল বলে জানিয়েছে এনসিএস। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে।