নিউজ ডেস্ক: বলিউডের স্টার কাপল রণবীর-আলিয়াকে নিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু নেটপাড়ায়। বেশ কয়েকদিন আগে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত তার টুইটার হ্যান্ডলে জানিয়েছিলেন যে বলিউডের এক অভিনেতা নাকি বিদেশে মায়ের জন্মদিন পালন করতে গিয়েছেন একা একাই। মেয়ে ও স্ত্রীকে নিয়ে যাননি। তিনি আরও দাবি করেন, সেই নায়ক নাকি বিদেশ থেকে কঙ্গনাকে মেসেজ করেন দেখা করার জন্যও। আর কঙ্গনার এই বার্তার প্রেক্ষিতেই নেটিজেনদের মনে ঘুরপাক খেতে শুরু করে রণবীর-আলিয়ার নাম। তবে কি সত্যিই রণবীর-আলিয়ার বিচ্ছেদ আসন্ন? কোন সমস্যার জেরে দাম্পত্যে চিড় ধরল তাদের? এই প্রশ্নে গোটা বলিপাড়া যখন আচ্ছন্ন, ঠিক সেই সময় গুঞ্জনকে মান্যতা দিয়ে আগুনে ঘি ঢাললেন অভিনেতা কামাল আর খান।
একটি ইউটিউব ভিডিয়োতে স্পষ্টই অভিনেতা দাবি করেন যে আলিয়া ও রণবীরের মধ্যে মারাত্মক অশান্তি হচ্ছে। কারণ রণবীরের পরিবারের আলিয়াকে একেবারেই পছন্দ নয়। তিনি আরও জানান, “কঙ্গনা রানাওয়াত তো এটাও বলছে, যে একই আবাসনে থাকলেও নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে এক ফ্লোরে থাকেন রণবীর, অন্যদিকে মেয়েকে নিয়ে অন্য ফ্লোরে থাকেন আলিয়া।”প্রসঙ্গত, কিছু দিন আগেই ছিল রণবীরের মা নিতু সিংয়ের জন্মদিন। মায়ের জন্মদিন পালন করতে লন্ডনে উড়ে যান রণবীর। যদিও আলিয়া ও তাঁদের মেয়ে রাহা যাননি।
আরও পড়ুন: Rhea Chakraborty: স্বস্তি পেলেন রিয়া, সুশান্ত মৃত্যু সম্পর্কিত মাদক মামলায় বড় পদক্ষেপ সিবিআইয়ের
গত বছর এপ্রিল মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর-আলিয়া। মেয়ে রাহাকে নিয়ে এখন সুখের সংসার তাদের। কিন্তু তার মধ্যে হঠাৎ এমন গুজব মাথাচাড়া দিয়ে উঠল কেন? একটা সময় বলিউডে ক্যাসেনোভা বলে পরিচিত ছিলেন রণবীর কাপুর। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর– তাঁর নাম জড়িয়েছের বলিউডের প্রায় সব প্রথম সারির অভিনেত্রীর সঙ্গেই। কিন্তু তারপর আলিয়াতেই মন মজেছে রণবীরের। তবে প্রশ্ন এখনও থেকেই যায়, কারণ এই গুজব নিয়ে তাদের দুজনের কেউই এখনো মুখ খোলেননি।