নিউজ ডেস্ক: শহিদ দিবসের সমাবেশে যোগদান করতে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলগুলি থেকে কলকাতা এসেছেন প্রচুর তৃণমূল সমর্থক। তাদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করতে গিয়ে মানি ব্যাগ, মোবাইল ফোন সামলে রাখার পরামর্শ দিলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্রেফ পরামর্শ নাকি কটাক্ষ। দ্বিধায় পড়েছেন সৌহার্দ্য বিনিময় করতে যাওয়া তৃণমূল-কর্মীরাও।
ঘটনাটি গতকাল দুপুরবেলার। বিধানসভা থেকে বেরোনোর পথে নওশাদকে দেখে তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে আসা কিছু তৃণমূল-সমর্থক এগিয়ে আসেন কুশল বিনিময় করতে। সূত্রের খবর, সেই সব কর্মীদের দিকে নিজেও এগিয়ে যান আইএসএফ বিধায়ক। সেলফি তোলার হিড়িকও পড়ে তাঁর সঙ্গে, হাসিমুখে নওশাদ আবদারও মেটান সকলের। সেই সময় কথাবার্তা চলাকালীন নওশাদ বলেন,’ আমিও আপনাদের মতো গ্রাম থেকে আসা মানুষ। কলকাতায় এসেছেন, নিজের ফোন আর মানি ব্যাগ সাবধানে রাখবেন।’
আরও পড়ুন: Post Poll Violence: বিজেপি জয়ী হওয়ায় এলাকায় পুলিশি মোতায়েন করে ভয় দেখানোর অভিযোগ বিধায়কের
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে এবারে তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের সঙ্গে যোগ দিয়েছিল আইএসএফ। ভাঙরে সন্ত্রাসের বলি হয়েছেন একাধিক আইএসএফ কর্মী, ভাঙরে যেতে বাধা দেওয়া হয়েছে বিধায়ক নওশাদকে। তৃণমূলের পঞ্চায়েত সন্ত্রাস নিয়ে বারেবারে সমালোচনা করতে দেখা যাচ্ছে তাঁকে। এই অবস্থায় তৃণমূল-কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এই পরামর্শ কি নিছকই সৌজন্যের, নাকি এর মাধ্যমে রাজনৈতিক-প্ল্যাটফর্মের মতোই নওশাদ তৃণমূলকে ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ, তা নিয়ে অবশ্য তৈরি হয়েছে ধন্ধ।