নিউজ ডেস্ক: বাংলায় বর্তমান সন্ত্রাসপূর্ণ পরিস্থিতির বর্ণনা
করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন লকেট চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী বাংলা মণিপুর সকলের
জন্য বললেন। এবার দেশবাসীর কাছে বাংলার মানুষের জন্য আওয়াজ তোলার দাবি তুললেন লকেট।
মমতা সরকার এবং পুলিশ কেউ বিজেপি কর্মীদের কথা শুনছে না। বাংলার মানুষ বড় অসহায়। দিল্লিতে
বিজেপির সদর দপ্তরে বাংলার বিরোধীদলের অবস্থা তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন লকেট চট্টোপাধ্যায়।
দাপুটে নেত্রী হিসেবে পরিচিত লকেট চট্টোপাধ্যায়। এদিন রাজ্য
সভাপতি সুকান্ত মজুমদার বক্তব্য শেষ করার পর বক্তব্য রাখেন লকেট। বাংলায় যেভাবে
পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন শুরু হতেই সন্ত্রাসের আবহ তৈরি করা হয়, তা তিনি তুলে ধরেন
দেশের সামনে। তার অভিযোগ মুখ্যমন্ত্রী মণিপুর নিয়ে সরব, অথচ তার নিজের রাজ্যে যেভাবে
বিজেপি কর্মী সমর্থক এবং মহিলা প্রার্থীরা লাঞ্ছিত, নিপীড়িত এবং অত্যাচারিত হলেন তা
নিয়ে একবারে নিশ্চুপ।
আরও পড়ুন: জমি আটকে রাতারাতি তৈরি উদ্যান, কাঠগড়ায় পুরসভা
বাংলার নির্বাচনকে অত্যাচারের পর্ব বলে ব্যাখ্যা করেন লকেট। পাঁচলায়
বিজেপির মহিলা প্রার্থী, ডোমজুড়ে তৃণমূল প্রার্থী, উত্তরবঙ্গে রাজবংশি প্রার্থীদের
ওপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেন সাংসদ লকেট। বাংলায় আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে
এমন ভয়ের পরিবেশ তৈরি করা হল অথচ তার তদন্ত হচ্ছে না, এমনটাই অভিযোগ তার। আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী
স্লোগান দিয়েছেন এগিয়ে বাংলা আর আজ অত্যাচার, খুন মহিলা পাচার এবং খুনে এগিয়ে বাংলা”।
একুশের সমাবেশে তৃণমূল তাদের শহিদদের স্মরণ করে আর সেই সমাবেশে গান-বাজনার প্রসঙ্গ তুলে তীব্র সমালোচনা করেন
লকেট চট্টোপাধ্যায়।