নিউজ ডেস্ক: এবার ১০০ দিনের কাজ দেবে রাজ্য সরকার। কর্মসূচীর নাম হবে ‘খেলা হবে’। শুক্রবার ২১শে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধ্যোপাধ্যায়।
তাঁর দাবি, এই মুহূর্তে ১০০ দিনের কাজ কার্যত বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কিছু ক্ষেত্রে কাজ হলেও সময়মত টাকা পাচ্ছে না শ্রমিকরা। শুধু তাই নয়। মমতার অভিযোগ, দিন সংখ্যা কমিয়ে ৬০-৭০ দিন করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই রাজ্যের খেটে খাওয়া মানুষের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার বলে জানান মমতা।
আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। সরকারি কোনও প্রকল্পের কী করে রাজনৈতিক নাম দিতে পারেন তৃণমূল নেত্রী! এই প্রসঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য জানান, গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের নির্বাচনী প্রচারে জায়গা করে নিয়েছিল ‘খেলা হবে’ স্লোগান। রাজনৈতিক স্লোগানের নামে কোনও সরকারি প্রকল্পের নাম কোনও ভাবেই কাম্য নয়।
রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে প্রাণ হারিয়েছেন বহু। এমনকি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরও মৃত্যু মিছিল অব্যাহত। তবে মমতার কথায় নির্বাচনী হিংসা আসলে ‘সামাজিক সমস্যা’। তৃণমূল নেত্রীর দাবি, পঞ্চায়েত নির্বাচনে একই পরিবারের ৪ জন লড়েন। সেক্ষেত্রে মনমালিন্য হতে পারে। পরিকল্পনা করে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি, অভিযোগ মমতার।
তৃণমূল নেত্রীর এই মন্তব্যের কটাক্ষে বিরোধী নেতা শুভেন্দু বলেন, “কিসের শহিদ দিবস! পঞ্চায়েত নির্বাচনে যারা বলি হয়েছেন তাদের কোনও ন্যায় হল না কেন?” সেইসঙ্গে তাঁর সংযোজন, “ঘটবার সঙ্গে যারা যুক্ত তারা এখনও ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে। অথচ পুলিশমন্ত্রী হওয়া সত্ত্বেও অপরাধিদের এখনও আটক করতে পারল না তাঁর পুলিশ।”