নিউজ ডেস্ক: শুধু টমেটো বিক্রি করেই কোটিপতি হলেন ভারতের এক সামান্য কৃষক। মাত্র এক মাসের মধ্যেই টমেটো বিক্রি করে তার আয় প্রায় দেড় কোটি টাকা। বেশ কিছুদিন ধরেই টমেটোর আকাশছোঁয়া দাম নিয়ে জেরবার দেশের মানুষ। এত মূল্যবৃদ্ধির কারণে অনেকেই টমেটোকে ‘লাল সোনা’ বলেও আখ্যা দিচ্ছিলেন। আর সেই পরিস্থিতির লাভ ওঠালেন ভারতের এই কৃষক। টমেটো বিক্রি করেই রাতারাতি ধনী হয়ে উঠলেন তিনি, তার সাফল্যের জার্নিটা যেন একেবারে স্বপ্নের মত।
কৃষকের নাম তুকারাম ভাগোজি গায়কোয়াড়। মহারাষ্ট্রের পুনে জেলার বাসিন্দা তিনি। নারায়ণগঞ্জ গ্রামের বাসিন্দা তুকারাম নানারকম সবজি ফলিয়ে তা বাজারে বিক্রি করেই সংসার চালান। ঐ গ্রামেই তার নিজের ১৮ হেক্টর জমি রয়েছে। তবে ভারতের অন্য চাষিদের মতই অভাবেই দিন কাটত তার। উদয়াস্ত খেটেও পর্যাপ্ত উপার্জন করতে পারতেন না তুকারাম। আর অন্যদিকে ক্রমেই বেড়ে চলা পণ্যের দাম চিন্তার ভাঁজ ফেলেছিল তুকারামের কপালে।
আরও পড়ুন: Viral: অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে বিশালাকায় ধাতব টুকরো! রহস্যময় বস্তুটি আসলে কী?
এ বছর তুকারাম ১২ হেক্টর জমিতে টমেটো চাষ করেছিলেন। তার ছেলে আর পুত্রবধুর সহায়তায় প্রচুর টমেটো চাষ করেন তুকারাম, কিন্তু চিন্তা তখনও যায়নি। কোথায় বিক্রি হবে এত টমেটো? ঘূর্ণিঝড়ের কারণে সবজির দাম হয়ে পড়ে আকাশছোঁয়া আর তাতেই ভাগ্য খুলে যায় তুকারামের। টমেটোর দাম যখন গড়ে ৭০-৮০ টাকা থেকে লাফিয়ে ২০০-২৫০ টাকায় উঠে যায়, সেই সময় দিনে এক ক্রেট টমেটো বিক্রি করে তুকারামের আয় হত ২১০০ টাকা। এভাবে মোট ৯০০ ক্রেট টমেটো বিক্রি করে তিনি উপার্জন করেন ১৮ লক্ষ টাকা। আর এভাবেই এক মাসের মধ্যে ১৩ হাজার ক্রেট টমেটো বিক্রি করেন তুকারাম যার দাম প্রায় ১.৫ কোটি টাকা।
শুধু তুকারাম একা নন, তার মত আরো অনেক কৃষক এ বছর টমেটো বিক্রি করে প্রচুর মুনাফা করেছেন। যদিও বর্তমানে কেন্দ্র সরকারের তরফে কড়া নজরদারি জারি রয়েছে টমেটোর দামের উপরে। ১৫০ টাকা থেকে নেমে দাম এখন ক্রমে নিম্নগামী। সরকারের তরফে চলমান ভ্যানে করে সুলভ মূল্যে টমেটো বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে। তবে এক ধাক্কায় দাম বেড়ে যাওয়ায় পৌষমাস হয়েছে কৃষকদের।