নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে ভারতীয় ফুটবলের দলের খেলার সম্ভবনা প্রায় নেই বললেই চলে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমতি না মেলায় এবার ভারতের পুরুষ ও মহিলা দল অংশগ্রহণ করতে পারবে না এশিয়ান গেমসে। ভারতের পুরুষ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রকের কাছে আবেদন করলেও তা এখনও কাজে দেয়নি। অভিযোগ পিটি ঊষা ও কল্যাণ চৌবের মধ্যে সমস্যার জন্যই ফুটবল দল এবার খেলতে যেতে পারছে না। দু’জনের ইগোর লড়াইতে আটকে ভারতীয় ফুটবল টিমের ভবিষ্যৎ।
জানা গিয়েছে, এবার এশিয়ান গেমসে ফুটবল দলের খেলার নিয়মের মধ্যে ছিল অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রথম আটে জায়গা করে নিতে হবে ভারতীয় দলকে। কিন্তু সেটা হয়নি। ভারতের পুরুষ ও মহিলা কোনও দলই প্রথম আটে জায়গা করতে পারেননি। এই কারণের জন্যই দুই দলের নাম পাঠানো হয়নি। বর্তমানে পুরুষ দল রয়েছে ১৮ তম স্থানে আর মহিলা দল রয়েছে দশম স্থানে।
ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবার এশিয়ান গেমসের সুযোগ ছাড়তে চাননি। তিনি ভারতীয় ফুটবল দলের সুযোগের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সঙ্গে দেখাও করেছিলেন। এরপর তিনি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেন ফুটবল দলের সুযোগের জন্য। তাঁর যুক্তি ছিল, নির্দিষ্ট কোনও খেলা যদি এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে সেই খেলাকে সুযোগ দেওয়ার জন্য বিশেষ অনুমতি দিতে পারে। এই বিশেষ অনুমতির জন্যই কল্য়াণ চৌবে গিয়েছিলেন মন্ত্রীদের কাছে।
আরও পড়ুন: Lionel Messi and Andres Iniesta: মেসির সঙ্গে মিয়ামিতে ইনিয়েস্তা
এবার ভারতীয় ফুটবল দল খেলতে না পারলে এই নিয়ে পরপর দু’বার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান গেমসেও অংশগ্রহণ করেনি ভারতের ফুটবল দল। এবার সেটা না হলে তা লজ্জার হবে। জানা গিয়েছে, ভারতের অলিম্পিক্স অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণ করার জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বরাবরই সচেষ্ট। কল্য়াণ চৌবে দায়িত্বে আসার পর সেটা আরও বেড়েছে। অন্য়দিকে নিজের ক্ষমতা ছাড়তে নারাজ পিটি ঊষাও। এই সমস্যার জন্যই ভারতীয় ফুটবল দল বিপাকে পড়ছে। কল্যাণ যেমন একদিকে ফুটহল ফেডারেশনের সভাপতি। কিন্তু অন্যদিকে আবার ভারতীয় অলিম্পিক কমিটির সিইও। ফলে জোর দিয়ে কিছু বলতে পারছেন না।
বর্তমানে ভারতের ফুটবল দল ভালো ছন্দে রয়েছে। প্রথমে ইন্টারকন্টিনেন্টাল কাপ আর তারপর সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস খেলতে না পারলে সেটা বড় ধাক্কা হবে। যদিও পরপর দুটো চ্য়াম্পিয়নশিপ জেতার পর বিশ্ব র্যা ঙ্কিংয়ে ৯৯ নম্বর স্থানে উঠে এসেছে সুনীল ছেত্রীরা। তবে একদিকে ফুটবল দল যেখানে এশিয়ান গেমসে খেলতে পারবে না, সেই সময় ক্রিকেট দল খেলতে পারবে এশিয়ান গেমসে। সেটা আরও চরম লজ্জার।