নিউজ ডেস্ক: সীমান্তে সন্দেহভাজন চিনা নাগরিক গ্রেপ্তার। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্ত ৯০/১ নাম্বার বর্ডার পোস্টের সশস্ত্র সীমা বলের হাতে গ্রেপ্তার চিনের অনুপ্রবেশকারী। ধৃতের আসল নাম পেং ইয়ংসিন (৩৯)। মনে করা হচ্ছে পেং চিনা গুপ্তচর। যদিও তদন্ত শেষ না হওয়া অবধি মুখ খুলতে নারাজ পুলিশ। চিনের হ্যাইচেঙ টাউনের নাগরিক। সীমান্তে কাঁটাতার পেড়িয়ে ভারতের সীমানার ৪০০মিটারের মধ্যে এসএসবির নজরে আসে সন্দেহজনক ব্যক্তির গতিবিধি। তার কাছ থেকে কয়েক লক্ষ টাকাও মিলেছে যাতে তার ভারতে আসার উদ্দেশ্য ঘিরে সন্দেহ গাঢ় হচ্ছে পুলিশ ও সেনা গোয়েন্দা বিভাগের।
সন্দেহজনক ব্যক্তি নেপালের বাসিন্দা হিসেবে নিজ পরিচয় দেয়। নাম উমেশ ইয়োনজন। বলে নেপালের বাসিন্দা সে। নেপালের কাঠমন্ডুর এক ক্যাসিনো ক্লাবে পেশায় ম্যানেজার ছিল সে। সে ক্লাবের ম্যানেজার পদের পরিচয়পত্র সহ নেপালের পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করে। এ পর্যন্ত সবটাই ঠিক ছিল। তবে এসএসবি আধিকারিক সেখানে পৌঁছতেই খটকা বাধে! নেপালের নাগরিক হয়ে নেপালি ভাষা বলতে না পারায় সন্দেহ হয় এসএসবি আধিকারিকদের। মাতৃভাষার বলতে না পারার অক্ষমতার সূত্র ধরেই চিনা অনুপ্রবেশকারীর পর্দাফাঁস করে এসএসবি। তার ব্যাগপত্তরে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চিনের নাগরিকত্বের প্রমাণপত্র। ততক্ষনে এসএসবির কাছে তথ্য পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ, গোয়েন্দা সংস্থা “র” এবং সেনা গোয়েন্দা বিভাগ পৌঁছে যায়। টানা জিজ্ঞাসাবাদের পর চীনের বেআইনি অনুপ্রবেশকারীকে খড়িবাড়ী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: TMC Sahid Diwas: একুশের মঞ্চে মমতার ঘোষণা ১০০ দিনের ‘খেলা হবে’
বৃহস্পতিবার অনুপ্রবেশের মামলায় অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেয় খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ২০১৪ সাল থেকে ভারতে যাতায়াত পেঙ-এর। টানা জিজ্ঞাসাবাদে সে জানায় দিল্লির কাছে হরিয়ানার গুরগ্রামে এক পরিচিতের সঙ্গে দেখার উদ্দেশ্য নেপাল ভারত সীমান্ত এ দেশে অনুপ্রবেশ করে সে। জিজ্ঞাসাবাদে জানায় ২০১৪সালে একটি রেস্তোরাঁর কাজের জন্য ভারতে এসেছিল এরপর থেকে নেপালে ক্যাসিনো ক্লাবে ম্যানেজারের কাজে নিযুক্ত হয়। ২০১৪ সাল থেকে নেপালেই রয়েছে সে। তবে সেনা গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে ২০১৪-র পর ২০২২ এর মধ্যে একাধিকবার নেপাল চিন ভারতে বেআইনিভাবে আনাগোনা রয়েছে তার। নেপালের ভুয়ো নাগরিকত্বের পরিচয় পত্রকে ব্যবহার করে এর আগেও ভারতে এসেছিল ২০১৯ থেকে ২২ এর মাঝে একাধিকবার। এবারেও ভারত নেপাল সীমান্ত দিয়ে পানি টাংকির নিউ ব্রিজ রুট ধরে অনুপ্রবেশ করে সে। তার হেফাজত থেকে চিনের নাগরিকত্বের প্রমাণপত্র সহ নেপালের পাসপোর্ট, একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। পুলিশি জেরায় বেআইনি অনুপ্রবেশের দায়ে অভিযুক্ত পেং বয়ানে জানিয়েছেন ৩.৫লক্ষ টাকা দিয়ে ওই বেআইনি নেপালে পাসপোর্ট তৈরি করেছিল সে। এরসঙ্গে নেপালের ট্যুর এজেন্সির আড়ালে অসৎ কারবারে জড়িত রয়েছে বলেই মনে করছে পুলিশ। দিল্লিতে কোনো পরিচিতের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল তার।