নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্র থেকে ইলিশ ধরে ফিরছিল কয়েকটি ট্রলার। সুন্দরবনের বাঘেরচর থেকে ৪০ কিমি দূরে গভীর সমুদ্রে দুর্ঘটনার মুখে পড়ে ‘এফবি অনীক’ নামে একটি ফিশিং ট্রলার। ট্রলারটি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের অক্ষয়নগর থেকে ইলিশ ধরতে সমুদ্রে গিয়েছিল। ট্রলারটিতে ছিলেন ১৭ জন মৎস্যজীবী। উত্তাল ঢেউয়ের ধাক্কায় গভীর সমুদ্রে ট্রলারটির তলায় ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে।
ট্রলারে থাকা মৎস্যজীবীরা আতঙ্কে চিৎকার করতে শুরু করেন। একসময় ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারটি ডুবে যাওয়ার আগেই কাছাকাছি থাকা অন্য একটি ফিশিং ট্রলার এফবি অপরাজিতা দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের সকল মৎস্যজীবীকেই উদ্ধার করে। শুক্রবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপ ঘাটে নিয়ে এসেছে উদ্ধারকারী ওই ট্রলারটি। উদ্ধার হওয়া মৎস্যজীবীরা সকলেই সুস্থ রয়েছেন। এদিকে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে মৎস্যজীবীদের পাঁচটি বোটকে উদ্ধারকাজে নামানো হয়েছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।