নিউজ ডেস্ক: জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য সুখবর দিল রেল। এবার সব শ্রেণীর যাত্রীর জন্য বাস্তবিত হলো রেলের ‘ইকোনমি মিল’। এর ফলে এবার থেকে অনেক কম খরচেই পেট ভর্তি খাবার খেতে পারবেন সাধারণ যাত্রীরা। জেনারেল কামরায় যাতায়াত করা যাত্রীদের খাবার জোগাড় করতে বেগ পেটে হতো এতদিন। নতুন এই পরিষেবা চালুর পর থেকে মিলল তাঁদের সমস্যার সমাধান।
এর আগে জেনারেল কামরায় সফর করতে হলে খাবার পাওয়া না পাওয়া হয়ে যেত সময় আর ভাগ্যের ব্যাপার। তবে এখন যেসব স্টেশনে ‘ইকোনমি মিল’ পরিষেবা চালু হয়ে গিয়েছে, সেখানেই পাওয়া যাবে এই খাবার। আপাতত দেশের ৬৪ টি স্টেশনে চালু করা হয়েছে এই পরিষেবা। শিয়ালদা সহ অধিকাংশ স্টেশনে গত বুধবারই চালু হয়েছে মিল। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মোট ৮ টি স্টেশন আপাতত পেয়েছে ইকোনমি মিল। এগুলি হলো- শেয়ালদা, খড়গপুর, দুর্গাপুর, নিউজ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, হিজলি, রামপুরহাট এবং আসানসোল।
জানা যাচ্ছে, এই মিলের সবচেয়ে কম দাম ২০ টাকা। এতে থাকছে ৭ পিস কচুরি/পুরী, আলুর তরকারি এবং আচার। ৩ টাকা অতিরিক্ত দিলে মিলবে ২০০ মিলি জলও। পাশাপাশি থাকছে ৫০ টাকার কম্বো প্যাকেজ মিলও। এতে থাকছে ছোলে রাইস, রাজমা, খিচুড়ি, পাও ভাজি, মসালা ধোসা, ছোলে-বাটুরে। যে কোনও একটি পদ কেনা যাবে ওই টাকায়। আর ইকোনমিক মিল-এর খাবার পেতে দেখাতে হচ্ছে না কোনও টিকিট বা টোকেন। এর ফলে রেলযাত্রী ছাড়াও বাইরের লোকজনের ভীড়ের আশঙ্কা করা হচ্ছে ওই দোকানগুলিতে।