নিউজ ডেস্ক: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করে ব্যাঙ্কে জমা না দেওয়ার অভিযোগে দুই মহিলাকে আটকে রেখে পথ অবরোধ করেন গ্রাহকরা। পরে চাকদা থানার আইসি-র আশ্বাসে ও অভিযুক্ত দুই মহিলাকে আটক করা হলে অবরোধ তোলেন তারা। অভিযুক্ত দুই মহিলার নাম খুকুরানি মল্লিক ও রূপা মণ্ডল। দুজনেই দুবরা গ্রাম পঞ্চায়েতের পরারি এলাকার শুক্রবার সকালে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা চাকদার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের বিষ্ণুপুর শাখায় পাশবই আপডেট করাতে গেলে ধরা পড়ে বড়সড় গরমিল। অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলার একাউন্ট থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা তুলে নিয়েছেন অভিযুক্ত এক মহিলা রূপা মণ্ডল।
কীভাবে গ্রাহক ছাড়া অন্য কেউ টাকা তুলে নিলো? সে বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে কোনও সদুত্তর মেলেনি। এরপরেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দেন। পাশাপাশি শুরু করেন যশোর রোডে অবরোধ। ঘটনাটি ঘটেছে শুক্রবার নদিয়ার চাকদা থানার দুবরা পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায়। এই পথ দিয়ে ফিরছিলেন চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ। তিনি আটকে পড়েন অবরোধের জেরে। তা দেখে তিনি গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে রাস্তায় বসে পড়েন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গ্রামের খেটে খাওয়া মহিলারা গ্রামীণ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে স্বনির্ভর হতে চেয়েছিলেন। সেই টাকা তাঁরা একটু একটু করে শোধও করছিলেন। কিন্তু সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের কিছু কর্মী, স্বনির্ভর গোষ্ঠীর এজেন্ট ও ব্যাঙ্কের কিছু কর্মচারির যোগসাজশে সেই টাকা জমা হয়নি। এই টাকার পরিমাণটাও নেহাত কম নয়, প্রায় ৬ কোটি টাকা। তিনি পুলিশ প্রশাসনকে এবিষয়ে কঠোর পদক্ষেপের দাবিও জানান।
আরও পড়ুন: Naushad Siddique: তৃণমূল-কর্মীদের সঙ্গে সেলফি নওশাদের, সতর্ক করলেন মানিব্যাগ-চোরদের থেকেও!
এর আগে বৃহস্পতিবার জমানো টাকা উদ্ধারের দাবিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সন্ধে থেকে অবরোধ করে রাখেন যশোর রোড। তাঁদের দাবি, যতক্ষণ বিডিও এসে টাকা ফেরতের আশ্বাস দেবেন, ততক্ষণ অবরোধ অব্যাহত থাকবে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তার ওপর কয়েকশো মানুষ এসে জড়ো হন। কিন্তু রাত দশটা পেরিয়ে গেলেও দেখা মেলেনি পুলিশ প্রশাসনের। আসেননি সমষ্টি উন্নয়ন আধিকারিকও। অবশেষে রাত সাড়ে দশটা নাগাদ চাকদা থানার আইসি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে এলে ক্ষোভে ফেটে পড়েন মহিলা-সহ এলাকার বাসিন্দারা। আইসি-র আশ্বাসে অবরোধ তোলেন তাঁরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই দুই অভিযুক্ত মহিলাকে আটক করে নিয়ে যায়।