নিউজ ডেস্ক: বিমানে টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। হোটেলে ঘর পাওয়া যাচ্ছে না। যে সব ঘর পাওয়া যাচ্ছে, তার দর নাগালের বাইরে। ১৫ অক্টোবর একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনার ছবিটা এ রকমই। হোটের ঘর না পেয়ে স্টেডিয়ামের কাছাকাছি এক হাসপাতালের একটি বেড বুক করে রাখার জন্য অনুরোধ করেছেন এক ক্রিকেটপ্রেমী। অবিশ্বাস্য হলে সেই অনুরোধ করার কথা স্বীকার করেছে হাসপাতাল ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকে ১৫ অক্টোবরের জন্য আহমেদাবাদে যাওয়ার বিমানের টিকিট আকাশ ছুঁয়েছিল। হোটেল থেকে শুরু করে বিভিন্ন লজে সমর্থকরা বুকিং করেছেন। হোটেলের দামও আকাশ ছুঁয়েছে। ম্য়াচের টিকিটের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি, কত দাম হবে কবে থেকে পাওয়া যাবে তা বলা হয়নি। কিন্তু তাতেও সমর্থকরা দমে যাননি। এবার হোটেল না পেয়ে আজব কাণ্ড ঘটিয়ে বসলেন এক সমর্থক।
আরও পড়ুন: East Bengal: লাল-হলুদে ছয় নম্বর, বিদেশি অজি তারকা?
এক সমর্থক মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কাছে একটি হাসপাতালে বিছানা ভাড়া চেয়ে বসলেন বিশ্বকাপের ম্যাচের জন্য। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এক বা দুই রাতের জন্য তাদের থেকে বেড চেয়েছেন এক সমর্থক। সেই হাসপাতালে বেড ভাড়া শুরু ৩ হাজার টাকা থেকে। আর সর্বোচ্চ ভাড়়া ২৫ হাজার টাকা। এই প্যাকেজের মধ্যে খাবার ও শারীরিক পরীক্ষা যুক্ত থাকে। একদিকে থাকা আর অন্যদিকে খাবার পাওয়ায় সমর্থকরা হাসপাতালের বেড পাওয়ার জন্য লাইন লাগিয়েছেন।
এক চিকিৎসক বলেন, ‘এটা একটা হাসপাতাল, ফলে যারা বেড চেয়েছেন তাদের পুরো বডি চেকআপ করতে বলেছি আমরা এবং তাদের এক রাত থাকতে হবে। এতে সমর্থকদের পুরো উদ্দেশ্যই পূরণ হবে। আমাদের কাছে সাম্প্রতিক সময়ে ২৪-৪৮ ঘণ্টা থাকার জন্য আবেদন আসছে। বিশেষ করে ১৫ অক্টোবরের জন্য। আমরা সবাই জানি ওইদিন কী আছে। এখানকার সব হাসপাতালেই একই ছবি।’ ৮ অক্টোবর বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারত। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে খেলতে নামবে। ১৫ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটা ভারতের তৃতীয় ম্যাচ হবে। তারআগে অবশ্য ভারত পাকিস্তান এশিয়া কাপে খেলতে নামবে। এবার এশিয়া কাপে ভারত পাকিস্তান দুই দলের ৩ বার মুখোমুখি হওয়ার সম্ভবনা রয়েছে। এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হবে ২ সেপ্টেম্বর।