নিউজ ডেস্ক: নিভৃতে একান্তে প্রেম করতে কার না মন চায়? ব্যস্ত জীবনের হইহুল্লোড় কাটিয়ে একান্তে ভালোবাসার মানুষটির সঙ্গ উপভোগ করতে ইচ্ছে হয় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে আজকাল দিনে প্রেমের পর্ব শুরুর আগেই একে অপরকে কিছুটা বুঝে নেওয়ার প্রবণতা বেড়েছে। পশ্চিমি আদবকায়দায় যাকে ‘ডেট’ বলা হয়। জেন জি এখন প্রেমের চেয়ে ডেটিং এ আগ্রহী বেশি। তাই উত্তরোত্তর বাড়ছে ডেটিং স্পট। নিরিবিলিতে এই সকল যুগলদের একে অপরকে বুঝে নিতে তৈরি হচ্ছে নিত্য নতুন কৌশলও। তবে স্পেশাল ডেটের জন্যে সমুদ্র সৈকতের চেয়ে ভালো জায়গা আর হয় না। নিরিবিলিতে সমুদ্র সৈকতে রোমান্টিক সময় কাটানোর জন্য রইল ৭টি ডেট আইডিয়া।
বিচ ক্যাম্প: সমুদ্রের ধারে সময় কাটানোর সবচেয়ে জনপ্রিয় এক উপায় হলো বীচ ক্যাম্প। আজকাল বিভিন্ন পর্যটন সংস্থাগুলি এই বীচ ক্যাম্প নিয়ে এসেছে। বন্ধু বান্ধব হোক বা প্রেমী যুগল সকলের কথা মাথায় রেখেই এই ক্যাম্প গুলির ব্যবস্থা করছেন তাঁরা। তাই যেকোনো সমুদ্র সৈকতে খোঁজ নিলেই এই বীচ ক্যাম্পের খোঁজ মিলতে পারে যা ডেটের জন্যে দারুন জায়গা হতে পারে।
বিচ বন ফায়ার: বীচ ক্যাম্পের সাথেই যুক্ত থাকে বন ফায়ার। যা বেশ জনপ্রিয় বেড়ানো প্রেমী মানুষদের মধ্যে। তবে আলাদা ভাবে সুন্দর ডেট উপহার দিতে বীচ বন ফায়ারও হতে পারে সেরা উপায়। সমুদ্রের ধারে খোলা আকাশের নিচে বন ফায়ার আর হাতে হাত রেখে তা উপভোগ করা। এমন মুহূর্ত যা চিরস্মরণীয় হয়ে থাকতে বাধ্য।
কায়াকিং: সমুদ্র না হলেও যেকোনো দিঘিতে একান্তে সময় কাটানোর জন্য সুন্দর উপায় হতে পারে। পড়ন্ত বিকেলে কায়াকিং করে কোনো জলাশয়ে ঘুরে বেড়িয়ে একে অপরের সঙ্গ উপভোগ করা যায়।
বিচ ডিনার ডেট: ডিনার ডেট বেশ পপুলার একটি ডেট আইডিয়া। তবে সমুদ্রের ধারে খোলা আকাশের নিচে ক্যান্ডেল লাইট ডিনার ডেট বেশ রোমান্টিক হতে পারে। এটি এমন এক উপায় যা শুধু ডেট হিসেবে নয় বরং সকলের জন্য প্রযোজ্য।
সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়া: ভারতে প্রায় সব সমুদ্র সৈকতেই ঘোড়া দেখতে পাওয়া যায়। পরিবার নিয়ে বেড়াতে এলে বাচ্চাদের মন ভোলাতে ঘোড়ায় চড়ানোর রেওয়াজ বেশ প্রচলিত। তবে এই জিনিসই ডেটের জন্যে আদর্শ হতে পারে। পায়ের নিচে বালুরাশি আর দূরে সমুদ্রের নীল জল। তট বরাবর দুজনে ঘোড়ার পিঠে চড়ে এগিয়ে যাওয়া। একে অপরের সঙ্গে একান্ত আলাপচারিতার সেরা উপায়।
বিচ বাইকিং: ঘোড়ার পিঠে চড়া যদি পছন্দের না হয় তাহলে এর বিকল্প হতে পারে বাইক। যে কোন লম্বা সমুদ্র সৈকতে আজকাল আশেপাশে ঘুরে দেখার জন্য খুব সস্তায় বাইক ভাড়া পাওয়া যায়। শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে তারপর প্রতি ঘন্টা হিসেবে বাইক ভাড়া নিয়ে সমুদ্রের ধার বরাবর দুজনে ঘুরে বেড়াতে পারেন।
হাঁটাপথ: অবশেষে ‘শেষ হইয়াও হইল না শেষ’। প্রেম করবেন অথচ হাতে হাত ধরে এক অনন্ত হাঁটা পথ ধরে হেঁটে যাবেন না তা হয় না। শহুরে অলিগলি হোক কিংবা সমুদ্রতট। বৃষ্টি ভেজা রাস্তায় যেমন এক ছাতার নিচে হাঁটতে বেশ ভালো লাগে তেমনি পড়ন্ত বিকেলে সমুদ্রের ধার দিয়ে নিজেদের গল্পে মশগুল হয়ে হেঁটে যাওয়াও নিঃসন্দেহে একটি রোমান্টিক ডেট।