নিউজ ডেস্ক: ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়ে সুন্দরী রমণীদের হাতে সুন্দর করে সাজিয়ে তোলা বাহারি নখ। ইনস্টাগ্রামের পাতার বাইরে এখন পথ চলতি মহিলাদের হাতেও দেখা যায় সুন্দর করে সাজিয়ে তোলা নখের ডগা। কেউ শখ করে নখ সাজাচ্ছে আবার কেউ বিয়ের আগে আরেকটু বেশি সুন্দর দেখানোর ইচ্ছেতে। এই নেইল আর্ট এখন বিশ্বে অন্যতম জনপ্রিয় একটি সৌন্দর্য প্রতিযোগিতা। তাই অনেকেই এখন নেইল আর্টকে ক্যারিয়ার হিসেবেও বেছে নিচ্ছেন।
তবে জানেন কি নেইল আর্টের কারণে আপনি কত বড় বিপদ ডেকে আনছেন? নেইল আর্ট ও কৃত্রিমভাবে নখ লম্বা করার জন্য ব্যবহার করা হয় আঠা, জেল, পলিশ ও রং। এছাড়াও দ্রুত শুকানোর জন্য ক্ষতিকারক ইউ ভি রে ব্যবহার করা হয়। এই সমস্ত আঠা ও জেলে থাকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যা নখের স্বাভাবিক উপাদান গুলিকে নষ্ট করে দেয়। নখের উপরে থাকা কিউটিকলকে ঘোষের তুলে তারপরে নকল নখ আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয় এবং তার উপরে ফুটিয়ে তোলা হয় নানান রকমের কারুকার্য। এতে নষ্ট হয়ে যায় নখের উপরে থাকা কিউটিকল।
বিশেষজ্ঞদের মতে কিউটিকল নষ্ট হয়ে যাওয়ার কারণেই নখের উপরে ব্যাকটেরিয়া ও ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। ফলে অনেক সময় দেখা যায় নখ পচতে শুরু করেছে। যাদের সেনসিটিভ স্কিন এবং যখন তখনই মুখ ভর্তি ব্রণও এবং অ্যাকনেতে ভরে যায় তাদের পক্ষে নেইল আর্ট ও নেইল এক্সটেনশন বিষের মত কাজ করে। এতে ব্যবহার করা উপাদান গুলির মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল ত্বকের সংস্পর্শে এসে ব্রণ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে।
লম্বা নখ পছন্দ করেন অনেকেই। তবে সব সময় লম্বা নখ রাখা সম্ভব হয় না। তাই কৃত্রিম উপায় এর দ্বারস্থ হন। নেইল এক্সটেনশন বা নেইল আর্ট দুই ধরনের হয়। একটি অ্যাক্রেলিক নেইল এক্সটেনশন ও অন্যটি জেল নেইল এক্সটেনশন। সর্বনিম্ন হাজার টাকা মূল্য দিয়ে এই দুই নেইল এক্সটেনশন করানো যায়। তবে চাইলেই এটি তুলে ফেলতে পারবেন না। এটি তোলার জন্যও রয়েছে অন্য উপায়। অ্যাক্রেলিক নেইল এক্সটেনশনে আঠালো পদার্থ ব্যবহার করা হয় অন্যদিকে জেল এক্সটেনশনে জলীয় পদার্থ ব্যবহার করা হয় যা এক্রেলিকের থেকে নখের স্বাস্থ্যের জন্য তুলনামূকভাবে ভালো। তাই নেইল এক্সটেনশন করাতে চাইলে জেল বেস্ট নেইল এক্সটেনশন করানোই বুদ্ধিমানের কাজ।