নিউজ ডেস্ক: বিতর্কিত জ্ঞানবাপী মসজিদ নিয়ে আরও একটি সদর্থক রায় পেল হিন্দু পক্ষ। ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে বৈজ্ঞানিক সমীক্ষার অনুমতি দিল বারানসী আদালত। তবে সমীক্ষার বাইরে রাখা হয়েছে মুসলিমদের তথাকথিত ওজু করার জলাধারটি, যেটি নিষ্কাশনে মিলেছিল শিব লিঙ্গের আকৃতি। হিন্দু পক্ষ দাবি করেছিল আধারটি শিব লিঙ্গই। যদিও মুসলিম পক্ষ দাবি জানায় সেটি আসলে ফোয়ারা। বিষয়টি সুপ্রিম কোর্টের আওতায় থাকায় বাদ রাখা হয়েছে সার্ভে থেকে।
হিন্দু পক্ষের উকিল বিষ্ণু শঙ্কর জৈন বলেন,’ বিতর্কিত ওজু-আধারটি বাদে বাকি জ্ঞানবাপী মসজিদের বৈজ্ঞানিক সমীক্ষা করানো হবে ASI কে দিয়ে বলে আদালত আমাকে জানিয়েছে। আমার মনে হয় মোটামুটি ৩ থেকে ৬ মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এই সমীক্ষা।’ অন্যদিকে, হিন্দু পক্ষের হয়ে সওয়াল করা আরও এক উকিল সুভাষ নন্দন চতুর্বেদী জানান, আদালতের এই সিদ্ধান্তই হতে চলেছে এই মামলার টার্নিং পয়েন্ট।
উল্লেখ্য, তথাকথিত মসজিদের ASI সার্ভের অনুমতি চেয়ে বারানসী কোর্টকে চিঠি দিয়েছিল হিন্দু পক্ষ। অন্যদিকে, সমীক্ষার বিরুদ্ধে সওয়াল করেছিল মুসলিম পক্ষ। তাদের যুক্তি ছিল এভাবে মসজিদের প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করা হলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মসজিদের কাঠামোর। যদিও সেই যুক্তি টিকল না ধোপে। মনে করা হচ্ছে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে মুসলিম পক্ষ।