নিউজ ডেস্ক: আগামী বছর ফের রেল-বিপ্লবের সাক্ষী হতে চলেছে দেশ। Hydrogen for heritage প্রকল্পের অধীনে হাইড্রোজেন-রেল চালানোর পরিকল্পনা গ্রহণ করল ভারতীয় রেল। নর্দান রেলওয়েজের ঝিন্দ- সোনিপত রুটে দেশের প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেন চালানোর হবে বলে খবর রেল সূত্রে। এর আগে বিষয়টি ঘোষণা করা হয়েছিল সংসদেও। হেরিটেজ-রুটগুলিকে বাঁচাতে দেশজুড়ে চালানো হবে ৩৫ টি এমন ট্রেন।
উল্লেখ্য, Hydrogen for Heritage প্রকল্প সরকার গ্রহণ করে দূষণ রোধ করার জন্য। আর এই প্রকল্পে ডিজেল বা ইলেকট্রিক নয়, ট্রেন চালানো হবে হাইড্রোজেন জ্বালানীতে। আর প্রকল্পের প্রথম ট্রেনটিই পেটে চলেছে হরিয়ানা। তবে গত ফেব্রুয়ারিতে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য সংসদে জানান, এই প্রকল্পে প্রথম হাইড্রোজেন-চালিত ট্রেনটি চালানো হবে দার্জিলিং থেকে। যদিও পরে স্থান পরিবর্তিত হয়ে হয় হরিয়ানা।
রেল সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো দূষণ নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখা। আসলে হেরিটেজ রুটগুলি অধিকাংশই পাহাড়-নদী এলাকা দিয়ে চলে, তাই প্রাকৃতিক সম্পদ বাঁচানো এখন সবচেয়ে বড় লক্ষ্য। যদিও এই রুটে ট্রেন চালাতে প্রয়োজন প্রচুর বাজেট। এ ব্যাপারে রেল জানিয়েছে, একটি হাইড্রোজেন-রেল ইঞ্জিন তৈরি করতেই খরচ পড়ে যায় প্রায় ৮০ কোটি। অন্যদিকে, রুট প্রতি এই ট্রেন চালানোর পরিকাঠামো ব্যবস্থা গড়ে তুলতে খরচ প্রায় ৭০ কোটি। তবে খরচ যাই হোক, কার্বন-দূষণ নিয়ে রেল যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে আগামী বছরই এই প্রকল্প শুরুর ঘোষণা করে দিয়ে।