নিউজ ডেস্ক: ফিফা ক্রমতালিকায় ভারতীয় ফুটবলের স্থান ৯৯। সাম্প্রতিককালে সুনীল ছেত্রীদের এটাই সেরা পারফরম্যান্স, তা নয়। ১৯৯৬ সালে ফিফার ক্রমতালিকায় ৯৪ তম স্থানে। ২০১৬ সালেও ভারতীয় ফুটবল টিমের স্থান ছিল ৯৯-তে। কোভিডের কারণে টিমের পারফরম্যান্সে আঘাত পড়েছিল। ফলে ভারতীয় ফুটবল টিম আবার একশোর বাইরে চলে গিয়েছিল।
সাম্প্রতিককালে সাফ ও এশিয়ান জোনের সাফল্যের কারণে ফিফার ক্রমতালিকায় ৯৯ তম স্থানে পৌঁছলো।
এক নম্বরে আর্জেন্তিনা। দু’ নম্বরে ব্রাজিল।