নিউজ ডেস্ক: স্টারকিডদের জীবন বরাবরই একটু আলাদা হয়ে থাকে। অনেকে বলেন স্টারকিডদের নিত্যদিনের রোজনামচা ‘বেড অফ রোজেস’। আলিয়া ভাট নিজেও স্টারকিড। মহেশ ভাট এবং সোনি রাজদানের কন্যা আলিয়ার সঙ্গে রণবীর কাপুরের বিয়ে হওয়ার আগে থেকেই সেই যুগলকে নিয়ে চর্চার অন্ত ছিল না বলিপাড়ায়। আর বিয়ের পরে তাদের কোলে সন্তান আসার উপলক্ষ্য নিয়ে মেতে উঠেছিল নেটিজেনরাও। তাদের মেয়ে রাহাকে নিয়ে নেটিজেনদের উৎসাহের শেষ ছিল না। তবে আলিয়া চান না, তার মেয়ে রাহাও তার মত অভিনয়জগতে পা রাখুক। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে এমনটাই বললেন অভিনেত্রী। জানালেন ভবিষ্যতে ঠিক কোন পেশায় নিজের মেয়েকে দেখতে চান আলিয়া।
আলিয়ার নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র প্রচারে এসে আলিয়া স্পষ্টই বলেন তার মেয়ে রাহাকে দেখলেই মনে হয় ও তো বিজ্ঞানীই তৈরি হবে। যদিও রণবীর কাপুর এ ব্যাপারে একপ্রকার উদাসীন। নিজের ইচ্ছে মেয়ের উপর চাপাতে একেবারেই নারাজ তিনি। তাঁর মতে, “আমার মনে হয় আলিয়া একটু বেশিই ভেবে ফেলে। ও ভীষণ চাপ নিয়ে নেয়। আমি শুধু ওর সঙ্গে ফুটবল খেলতে চাই। আমি চাই না আতুপুতু করে রাখতে। আমার মনে হয়, তাতে ভবিষ্যতে আমাদের মেয়েরই অসুবিধে হবে।”
আরও পড়ুন: Ranbir-Alia: বিচ্ছেদ কি আসন্ন রণবীর-আলিয়ার? জোর গুঞ্জন বলিপাড়ায়
গত বছর এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ের দু’মাসের মধ্যেই মা হওয়ার খবর দেন আলিয়া। এর পরেই বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় দু’জনকেই। আলিয়া বিয়ের আগে অন্তঃসত্ত্বা হন, সে নিয়ে কম কটাক্ষ হয়নি। শুনতে হয়েছে একের পর এক কটু কথা। এর পর নভেম্বরে রাহা আসে। সন্তান জন্ম দেওয়ার কিছু দিনের মধ্যেই কাজে ফিরেছেন আলিয়া।