নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হামলার ছক কষছে তারা। সম্প্রতি ভিডিও বার্তার মাধ্যমে এমনই হুঁশিয়ারি দিয়েছে খালিস্তানি সংগঠন ‘শিখস্ ফর জাস্টিস’(এসএফজে)এর নেতা গুরপাতবন্ত সিং পান্নু। কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং কানাডায় ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভার্মাও রয়েছেন সেই তালিকায় বলে জানিয়েছে বিচ্ছিন্নতাবাদী ওই নেতা।
জানা গিয়েছে, ভিডিও বার্তায় দেশের দুই মন্ত্রী এবং রাষ্ট্রদূতের সফর সম্পর্কে খবর দেওয়ার জন্যে অর্থ পুরস্কারের ঘোষণা করেছে পান্নু। ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে সে। অপর খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজ্জারের খুনে প্ররোচনা দিয়েছে নয়া দিল্লি। এবার তারই বদলা নেওয়া হবে বলে জানিয়েছে এসএফজে নেতা। উল্লেখ্য, এসএফজে’র কানাডার শাখা হল ‘খালিস্তান টাইগার ফোর্স’। সেই দলেরই প্রধান ছিল হরদীপ। তবে পান্নু ভারতের দিকে আঙুল তুললেও, সূত্রের খবর গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হয়েছে হরদীপের। যদিও বিচ্ছিন্নতাবাদী নেতার ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে ভারতীয় গোয়েন্দা বিভাগ।
এই মুহূর্তে পশ্চিমি দেশে খালিস্তানি প্রতিবাদের মুখ হয়ে দাঁড়িয়েছে পান্নু। সূত্রের খবর, আমেরিকা এবং কানাডা উভয় দেশেরই পাসপোর্ট রয়েছে তার কাছে। এসএফজে’র প্রধান আইনি উপদেষ্টা এবং মুখ্যপাত্র সে। বিদেশের মাটিতে ভারতীয়দের আক্রমণের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে তার। একাধিক বেআইনি কার্যকলাপে সঙ্গে যুক্ত থাকায় এনআইএ’র দোষীদের তালিকায় নাম রয়েছে পান্নুর।
Tags: NULL