নিউজ ডেস্ক: মণিপুরের নৃশংস ঘটনার মধ্যেই ভাইরাল পশ্চিমবঙ্গ। গত ১৯ জুলাই দুই আদিবাসী মহিলাকে প্রায় নগ্ন অবস্থায় বেধড়ক মারের অভিযোগ ওঠে মালদার বামনগোলা এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা ঘিরে জুতো দিয়ে মারছে ওই দুই মহিলাকে। মারের চোটে প্রায় খসে পড়েছে তাদের পরনের জামাকাপড়। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনা ঘটছে, একেবারে প্রশাসনের সামনেই। নীরব দর্শকের ভূমিকায় দেখা গেছে সেখানে তৃণমূল-সরকারের পরিচালিত সিভিক ভলেন্টিয়ারদের। ঘটনা সামনে আসতেই প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে বিরোধী শিবির।
গতকাল এই নিয়ে প্রেসকনফারেন্স করতে গিয়ে প্রকাশ্যে বারেবারে কেঁদে ফেলতে দেখা গিয়েছিল বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এবার ঘটনাটির ভিডিও পোস্ট করে একটি সুদীর্ঘ টুইট লিখে পশ্চিমবঙ্গ সরকারকে তোপ দাগলেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন,’পশ্চিমবঙ্গে আতঙ্ক অব্যাহত। মালদহের বামনগোলা থানার পাকুয়া হাট এলাকায় দুই আদিবাসী মহিলাকে নগ্ন, নির্মমভাবে নির্যাতন ও মারধর করা হলো, সেই সময় নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পুলিশ।’ ঘটনাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয় আহত হওয়া উচিত ছিল যেহেতু তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও, বলে মন্তব্য করেন মালব্য। তিনি আরও বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই পদক্ষেপ নেননি। তিনি এই বর্বরতার নিন্দা তো করেননি, এমনকি দুঃখপ্রকাশ পর্যন্ত করেননি, যেহেতু এটি মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর ব্যর্থতার পরিচয় দেয়।’
উল্লেখ্য, দিন ২ আগেই মণিপুর নিয়ে মোদী সরকারকে একের পর এক নিশানায় বিঁধছিলেন তৃণমূল-সুপ্রিমো সহ অন্যান্য তৃণমূলের নেতা-মন্ত্রীরা। এখন দেখার, খোদ পশ্চিমবঙ্গের প্রশাসনের সামনেই ঘটা এই নৃশংস ঘটনা সামনে আসার পর কী পদক্ষেপ নেয় সরকার।