নিউজ ডেস্ক: রূপকথার গল্পের মতো ঘটনা। মাঠে নামলেন। গোল করলেন। দলকে জেতালেন লিওনেস মেসি। ফ্লোরিডার দর্শকদের উল্লাস। আকাশে বাজির রোশনাই। সব মিলিয়ে মেজর সকার লিগে মেসিময় প্রথম দিনই। মেক্সিকান ক্লাব ক্রজ আজুলের বিরুদ্ধে ম্যাচের ফল ছিল ১-১। জেতার জন্য দরকার ছিল একটি গোল। ঠিক সে সময় মাঠে নামেন মেসি। ফ্রি-কিক পায় ডেভিড বেকহ্যামের টিম ইন্টার মিয়ামি। ২৫ গজ দূর থেকে মেসির সেই ফ্রি-কিক মানব প্রাচীরের উপর দিয়ে জালে গিয়ে আছড়ে পড়ে। মেসিক্সান টিমের গোলরক্ষক কিছু বোঝার আগে বল জালে।
মেসির এই ম্যাচের টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ছিল প্রায় এক কোটি টাকা। সেই টাকা উসুল করে হাসিমুখে দর্শকরা পা বাড়িয়েছেন বাড়ির পথে। ম্যাচের শেষে মেসি বলেন, ‘আমি জানি আমাকে গোল করতে হবে, আমি ম্য়াচের শেষের দিকে নেমেছিলাম। টাইব্রেকারে যেতে না হয়, সেজন্য একটা গোলের প্রয়োজন ছিল। এটা নতুন টুর্নামেন্ট আর এখানে এমন জয় আমাদের আগে এগিয়ে যেতে সাহায্য করবে।’ মেজর সকার লিগে তাবড় তাবড় কর্তারা এ দিন মাঠে হাজির ছিলেন। ছিলেন মার্কিন শিল্পপতিদের একাংশ। ম্যাচ দেখে খুশি তাঁরাও। মেসির হাত ধরে মেজর সকার লিগকে ‘সাবালক’ করার পথে এগোতে চান লিগের কর্তারা।
আরও পড়ুন: Indian Football: কল্যাণ ও উষার দ্বন্দ্বে কি আটকে ভারতীয় ফুটবল?
মেসির সামনে ইন্টার মিয়ামিকে টেনে তোলা একটা কঠিন চ্যালেঞ্জ। গ্রুপের তলানিতে ইন্টার মিয়ামির স্থান। বার্সেলোনা মেসির সর্তীর্থ সের্খেই বুসকেতস টিম ছিলেন। ইনিয়েস্তাকে টিমের নেওয়ার মরিয়া চেষ্টা চলছে। ৫৪ মিনিটে মাঠে নামেন বুসকেতস। আর নেমে সেই বার্সার স্টাইলে দেখা যায় খেলা। বুস্কেটস ও মেসি বার্সায় থাকাকালীন যেই টেলিপ্যাথির জোর দেখাতেন এখানেও সেটাই দেখান। বুস্কেটসের পাসের ঠিক জায়গায় চলে যান মেসি। চবে মেসির দুর্দান্ত ফিনিশ ইন্টার মায়ামির সমর্থকদের মনে চিরদিন থাকবে। ইনিয়েস্তা যোগ দিলে এই টিম আরও শক্তিশালী হবে।
শুক্রবারের ম্যাচে মেসি নামাতে চাননি তাত মার্তিনেজ। প্রাক্তন বার্সেলোনা কোচ সময় দিতে চেয়েছিলেন মেসিকে। কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম যাচ্ছে দেখে নিজে মাঠে নামেন। ৯৪ মিনিটে মাঠের নামার পরেই ফ্রি-কিক পায় ইন্টার মিলান। বাঁ পায়ের সেই সিগনেচার স্টাইলে করা ফ্রি-কিক থেকে গোল মেসি এর আগে বহুবার করেছে। কিন্তু মেজর সকার লিগে অভিষেক ম্যাচেই সেই নির্দশন রাখবেন, সে কথা ভাবেননি কেউই। যাঁর হাত ধরে মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া, সেই ডেভিড বেকহ্যাম ভাসছেন আনন্দে। বললেন, ‘মেসি যে গ্রেট, তা আরও একবার প্রমাণ করল। অভিষেক ম্যাচে গোল করে। আমি অত্যন্ত খুশি।’