নিউজ ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ এমন একটি ছবি যা সারা দেশকে উত্তাল করে তুলেছিল। মামলা চলে ব্যান হতে হতে বেঁচে গিয়েছিল এই ছবি। বলা হয়েছিল সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে। কিন্তু তা সত্বেও বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। সিনেমাহলে দেখার সময় শিউরে উঠতে হয়েছিল বারবার। রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে চলেছিল গল্পের মোড়। প্রতিটি মুহূর্তে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে। প্রত্যেক দর্শকেরই এমনটাই বক্তব্য।
আর এইবার সেই কাশ্মীর ফাইলস গল্পের অবলম্বনে আসতে চলেছে ওয়েব সিরিজ। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী গতকাল ২১ জুলাই এই ওয়েব সিরিজটির ট্রেলারের উদ্বোধন করেন। নতুন এই সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড’। তিনি বলেন যে এই সিরিজটি কাশ্মীর ফাইলসের থেকেও আরো অনেক বেশি হৃদয়বিদারক ও ভয়ানক। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতোই এই ওয়েব সিরিজটিতে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার ও নারকীয় গণহত্যার গল্প বলবে।
দু মিনিটের এই ট্রেলারে দেখা গিয়েছে বিভিন্ন ঐতিহাসিক, বিশেষজ্ঞদের মতামত ও অত্যাচারিত কাশ্মীরি পণ্ডিতদের পরিবারের লোকেদের। তাঁদের উপর হওয়া এই অত্যাচারের গল্প তাঁদের মুখ থেকেই এবার শোনার পালা। এই ওয়েব সিরিসটির প্রযোজনা করেছেন বিবেক অগ্নিহোত্রী ও পল্লবী জোশির ‘আই অ্যাম বুদ্ধা এন্টারটেইনমেন্ট’ ও ‘মিডিয়া এলএলপি’। প্রথম সিজনে সাতটি পার্ট থাকবে এই ওয়েব সিরিজটির, দেখানো হবে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে।