নিউজ ডেস্ক: সোমবার ২৪ তারিখ থেকে বসছে বিধানসভা। রাজভবন ও রাজ্য সরকারের মধ্যে দু’তরফের দীর্ঘক্ষণ কথা হয়েছে এবিষয়ে। সূত্রের খবর এ বিষয়ে সমস্ত জটিলতা কেটেছে। বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক কথার সূত্রপাত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে রাজ্যপাল কেরালায় ছিলেন। এর পর সেখান থেকেই কথা বলতে চান পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এর সঙ্গে। শুক্রবার বিকেলে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় দুজনের।
রাজ্যপাল জানতে চান এত তাড়াহুড়ো করে কেন বিধানসভা ডাকছেন? কোনোরকম ভুল বোঝাবুঝি নয় স্রেফ বিষয়টা কি জানতে চাইছি। শোভন দেব চট্টোপাধ্যায় গোটা বিষয় খুলে বলেন। জানান একাধিক জরুরি বিল আনার দরকার। এছাড়া বাজেটের বর্ধিত অধিবেশন ডাকতে হবে। তাতে জরুরি সরকারি পরিষেবা দেওয়া সহজ হবে। এই কথা শুনে রাজ্যপাল আর দ্বিমত করেননি। সঙ্গে সঙ্গে এও বলে দেন, ‘আপনি ২৪ তারিখেই বিধানসভার ডাকুন আমি সম্মতি দিচ্ছি’।
আরও পড়ুন: Suvendu Adhikari: মিথ্যে কথা বলছেন মমতা, সোচ্চারে কটাক্ষ করলেন শুভেন্দু
কাল রাতে কেরালা থেকে কলকাতা ফিরে ফাইল ছেড়ে দিয়েছেন রাজ্যপাল। শনিবার সকালে রাজ্যপালের সই করা সেই ফাইল বিধানসভা পৌঁছয়। ফলে ২৪ তারিখেই বসছে বিধানসভা। ঐদিন মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল বিধানসভাতেই। সাময়িক জটিলতার কারণে সেই বৈঠক সরিয়ে নিয়ে যাওয়ার কথা হয় নবান্নে। প্রথম দিন বিধানসভায় যেহেতু শোক প্রস্তাব আনা হবে। সেই কারণে অধিবেশন দ্রুত শেষও হয়ে যাবে। ফলে নবান্নেই মন্ত্রিসভার বৈঠক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর তড়িঘড়ি করে বিল আনা হলে প্রতিবাদ জানাবে বিজেপি। ফলে বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা তুঙ্গে।