নিউজ ডেস্ক: ভয়াবহ ডাকাতির ঘটনার সাক্ষী থাকলেন ইতালি ও প্যারিস সাঁ জাঁর গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুমা। তাঁকে ও তাঁর স্ত্রীকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটল। ফ্রান্সে নিজের বাড়িতেই এই ঘটনা ঘটে তাঁদের সঙ্গে। এরপর তাঁরা স্থানীয় একটি হোটেলে আশ্রয় নেন। জানা গিয়েছে ডাকাতির সময় তাঁদের জামাকাপড় খুলে দেওয়া হয় যাতে তাঁরা পালাতে না পারেন। এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু এই বিশ্বকাপার গোলকিপার নন, অতীতে ফ্রান্সে বহু ফুটবলার ডাকাতির কবলে পড়েছেন।
বিশ্বকাপের পরিবার যে তথ্য দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে ৫ লাখ ডলারের অলঙ্কার নিয়ে গিয়েছেন ডাকাতরা। তালিকায় বিশ্বকাপারের স্ত্রী গয়না, হাতঘড়ি, বাড়িতে থাকা বিভিন্ন প্রাচীন জিনিস ডাকাতরা নিয়ে গিয়েছেন। সঙ্গে বিশ্বকাপারে দশটি বহু মূল্যের হাতঘড়ি। এই ঘটনার পর দোনারুমা নিজের বাড়ি ছেড়ে কাছেই একটি হোটেলে স্ত্রীকে নিয়ে চলে যান এরপর সেখান থেকে তাঁদের একটি হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। পুরো ঘটনাটি ঘটে ভোর রাতে। জানা গিয়েছে রাত ৩টে ২০ নাগাদ দোনারুমা তাঁর স্ত্রীকে নিয়ে হোটেলে যান। সেই সময় হোটেলের কর্মীরা দোনারুমা ও তাঁর স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: Lionel Messi: রূপকথার অভিষেক ম্যাচে স্বপ্নের গোল মেসির
প্যারিস সাঁ জাঁয় যোগ দেওয়ার পর থেকে তিনি দলের প্রথম পছন্দ। ২০২১ সালে তিনি এসি মিলান থেকে যোগ দেন প্যারিস সাঁজাতে। এটাই ছিল তাঁর ছোটবেলার ক্লাব। এতদিন তিনি প্যারিসে থাকলেও এত বড় ঘটনার সাক্ষী থাকেননি। তাঁর সঙ্গে ঘটা ডাকাতির ঘটনায় কড়া তদন্তের দাবি জানিয়েছেন ক্লাব কর্তারা। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত ঘটনার কিনারা করতে পারেননি। বর্তমানে তিনি দলের সঙ্গে যোগ দিয়ে জাপানে যান। সেখানে গিয়ে ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিয়েছে প্যারিস সাঁজা । তবে দোনারুমা খেলতে নামেননি। বদলে কাইলোর নাভাস ও লেতেইলি ম্যাচে খেলেন। এই ম্যাচটা ২-০ গোলে জেতে প্যারিসের টিম।