নিউজ ডেস্ক: এএফসি কাপ ও আইএসএলের লক্ষ্যে মোহনবাগান সুপারজায়ান্টের প্রস্তুতি শুরু আজ শনিবার থেকে। কোচ জুয়ান ফেরান্দো প্রথম তিন দিন ফুটবলারদের নিয়ে রুদ্ধদ্বার প্রস্তুতি নেবেন। মূলত শারীরিক পরীক্ষা নিরীক্ষাই চলবে এই তিন দিন। তাই মিডিয়ার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তিন দিনের মধ্যেই সব বিদেশি সহ স্থানীয় ফুটবলাররা হাজির হয়ে যাবেন। তবে টেকনিক্যাল ডিরেক্টর আন্তনিও আবাস এখনই টিমের সঙ্গে যোগ দিচ্ছেন না। টিমের পরিস্থিতি বুঝে ফেরান্দো ঠিক করবেন, সিনিয়রদের তিনি ডুরান্ড কাপে খেলার অনুমতি দেবেন কি না। শনিবার সকালেই কামিংস পা রেখেছেন শহরে।
অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রস্তুতি দূর অস্ত। এখনও পর্যন্ত টিম তৈরি হয়নি। দু’জন বিদেশির সঙ্গে জোরদার কথাবার্তা চলছে।একজন স্প্যানিশ, অন্যজন অস্ট্রেলিয়ান ডিফেন্জার। দু’জনের সঙ্গে হয়তো চুক্তি হবে। কিন্তু চুক্তি শেষ করে কবে তাঁরা শহরে পা রাখবেন, তা কেউই জানেন না। যদিও ইস্টবেঙ্গল সিনিয়র টিমের বেশির ভাগ স্থানীয় ফুটবলারই প্র্যাক্টিসে যোগ দিয়েছেন। বিদেশিদের সঙ্গে কোচ কার্লেস কুয়াদ্রাতের শহরে এসে পড়ার কথা ২৬ জুলাইয়ের মধ্যে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল সিনিয়র টিমকেই খেলাতে চায়। শুক্রবার লাল হলুদ ব্রিগেড দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করাল অনূর্ধ্ব ১৭ ভারতীয় টিমের দুই নজরকাড়া ফুটবলার ভনলালপেকা গুইতে আর গুরনাজ সিং গ্রেওয়ালকে।
আরও পড়ুন: Lionel Messi: রূপকথার অভিষেক ম্যাচে স্বপ্নের গোল মেসির
লাল-হলুদের নজরে থাকা দুই বিদেশির একজন স্প্য়ানিশ ডিফেন্ডার অ্যান্তোনিও পারদো লুকাস ও দ্বিতীয়জন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসি। এদের মধ্যে জর্ডান এলসি এশিয় কোটার ডিফেন্ডার। অর্থাৎ কোটার প্লেয়ার হিসেবে তিনি যোগ দিতে পারেন। অ্য়ান্তোনিও পারদো লুকাসের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে জানা গিয়েছে। তবে তার আগে তাঁরা ইভান গঞ্জালেসকে ছাড়বে। ইভালনের সঙ্গে চুক্তি নিয়ে লাল হলুদের বিবাদ রয়েছে। সূত্রের খবর, চুক্তির আগে ইভানকে ছাড়ায় তাঁকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। চূড়ান্ত আলোচনা হলে তবেই ইভানকে ছেড়ে নতুন মুখকে দলে নেবে লাল হলুদ। তাঁর জায়গায় আসা অ্যান্তোনিও পারদো লুকাসের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। ৩৫ বছরের এই ডিফেন্ডার বর্তমানে ফ্রি এজেন্ট, ফলে তাঁকে নিতে খুব একটা বেগ পেতে হবে না। তবে তাঁর বয়সটাও চিন্তার। তিনি স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এনডেনেসেতে খেলছেন। এই ক্লাব সম্প্রতি তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে উঠেছে। ক্লাব ফুটবলে মোট ৩৭৪টি ম্যাচ খেলেছেন। ফলে তাঁর অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চায় লাল হলুদ।
অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডান এলসি ২৯ বছর বয়সি। তিনি মারকুটে স্বভাবের জন্য পরিচিত। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রথম ডিভিশনের ক্লাব পারথ গ্লোরিতে খেলেন তিনি। তবে তাঁকে দলে পুরোপুরি সই করাতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে লাল হলুদকে। এক্ষেত্রে তাঁকে লোনে আনা হতে পারে বলে খবর।