নিউজ ডেস্ক: ২২ গজের পিচে তিনি দুরন্ত। ৫০০ তম ম্যাচে শতরান করে চমকে দিয়েছেন সকলে। দিনেকালে আরও রেকর্ড তিনি ভাঙবেন। পাশাপাশি গড়বেনও নতুন রেকর্ড। কিন্তু ২২ গজের বাইরে তাঁর ভাঙা গড়ার খেলার সঙ্গী কে? সম্পত্তির পরিমাণ উত্তোরত্তর বাড়ছে। এক হাজার কোটি টাকা সম্পত্তি ছাড়িয়ে যাচ্ছে।
কে আছে এর পিছনে? সকলের উত্তর দিতে পারেন স্ত্রী অনুষ্কা শর্মা। কিন্তু না। সেখানে তাঁর সঙ্গী বান্টি সাজদে। মুম্বাইয়ের বিখ্যাত এই কর্পোরেট বিরাটের এনডোর্সমেন্টের বিযয়টি দেখাশোনা করেন। গত দশ বছর ধরে তিনি বিরাটের সঙ্গী।
আরও পড়ুন: Goalkeeper Donnarumma: ডাকাতের কবলে সস্ত্রীক বিশ্বকাপার
কে এই সাজদে? প্রশ্নের উত্তরের বলা যেতে পারে, একজন শিক্ষিত ব্যবসায়ী। বিদেশে পড়াশোনা করা এই তরুণ মুম্বাইয়ের সেলেবদের ব্যবসায়িক দিকটি দেখে থাকেন। বিরাট কোহলি যদি তালিকায় এক নম্বর হয়ে থাকেন, তাহলে বলিউডের অভিনেতা-অভিনেত্রীর ব্যবসায়িক দিকটি দেখে থাকেন বান্টি। করণ জোহরের সঙ্গে যুক্ত তিনি। বান্টি আবার পরিচয়ে ক্রিকেটার রোহিত শর্মার শ্যালক। ফলে তাঁর তালিকায় রয়েছে রোহিতও।
বর্তমানে একাধিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বিরাট। এরমধ্যে কোনও সংস্থায় তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর বা কোনও সংস্থায় তিনি কর্ণধার। সেই সংস্থাগুলোর তালিকায় রয়েছে পিউমা, এমআরএফ, টিসট, পেপসি, কোলগেট, স্য়ামসোনাইট, ভ্যালভোলিন, অডি ও পিএনবি। প্রতিটা সংস্থার থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন তিনি। জানা গিয়েছে বিরাটের এই আয়ের পিছনে সবথেকে বড় ভূমিকা রয়েছে বান্টি । তিনি ট্যালেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা চালান। আর্থিক দিক থেকে বিরাটের সাফল্যের পিছনে তাঁর ভূমিকা অনেক বেশি।