নিউজ ডেস্ক: এবার কি তাহলে রাজনৈতিক সন্ন্যাস নিতে দেখা যাবে তাঁকে? এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে, এবার রাজ্যসভার সদস্য হিসেবে দেখা যেতে পারে সোনিয়া গান্ধীকে। অর্থাৎ, আগামী লোকসভা ভোটে প্রার্থী হিসেবে নাও দেখা যেতে পারে তাঁকে।
সূত্রের খবর, এই বিষয়ে ব্যাঙ্গালুরু বৈঠকে তাঁর কথা হয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে। সম্ভবত কর্নাটক থেকে রাজ্যসভায় যাওয়ার পরিকল্পনা করেছেন সোনিয়া। সেক্ষেত্রে তাঁর হাতের আসল রায়বেরিলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রবল সম্ভাবনা রয়েছে প্রিয়াঙ্কা বঢরার। শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় লোকসভায় প্রার্থী হলে নির্বাচনী প্রচারে সোনিয়া কতটা সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন, তা নিয়ে ধন্ধে কংগ্রেসও। এই অবস্থায় গান্ধী-পরিবারের বরিষ্ঠ নেত্রীকে রাজনীতির অঙ্গ করে রাখতে রাজ্যসভায় পাঠানোর কথা ভাবছে নেতৃত্ব। আর এ ক্ষেত্রে কংগ্রেস-রাজত্বে আপাতত সেফ-সিট হতে পারে কর্নাটক। আগামী বছর খালি হচ্ছে কর্নাটকের ৪ টি রাজ্যসভার আসন। আর সেখানে কংগ্রেসের যা শক্তি এখন, তাতে অন্তত ৩ টিতে নিশ্চিত হবে হাতের জয়। তারই একটি আসনে রাজ্যসভায় পাঠানো হতে পারে সোনিয়াকে।
উল্লেখ্য, দিনকয় আগে ব্যাঙ্গালুরুতে ২৬ টি বিজেপি-বিরোধী পার্টিকে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানান সোনিয়া গান্ধী। তাঁর এই আমন্ত্রণে সাড়া দিয়েই আগামী লোকসভায় বিজেপির বিরোধিতা করতে INDIA জোট তৈরি করেছে বিরোধীরা। বিরোধী-বৈঠকে সোনিয়া মধ্যমণি থাকলেও তাঁকে দেখা যায়নি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে।