নিউজ ডেস্ক: ঝাড়গ্রাম ব্লক জুড়ে হাতির দলের তাণ্ডব অব্যাহত রয়েছে। হাতির দল তাণ্ডব চালিয়ে ভাঙল একাধিক বাড়ি। একাধিক ধানের গোডাউনের সাটার ভেঙে ভিতরে ঢুকে ধানের বস্তা টেনে বার করে খেল হাতির দল। সেই সঙ্গে মাঠে গিয়ে নষ্ট করে বীজতলা ও সবজি চাষ। যার ফলে এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে শনিবার ভোররাতে একদল হাতি ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়ার প্রণব পল্লী এলাকায় ঢুকে তান্ডব শুরু করে। ওই গ্রামের বাসিন্দা সন্ধ্যা কোটাল সহ আরো কয়েকজনের বাড়ি ভেঙে তছনছ করে দেয়। তবে হাতির হামলার হাত থেকে অল্পের জন্য ওই পরিবার গুলির বাসিন্দারা প্রাণে বেঁচে যায়। এরপর হাতির দলটি ঝাড়গ্রাম ব্লকের কুন্ডলডিহি গ্রামের ইউনাইটেড ক্লাবের দরজা ভেঙে ভিতরে ঢুকে তান্ডব চালায়। ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় হাতির দল, ওই ক্লাবে ভাঙচুর চালানোর পাশাপাশি ওই এলাকায় থাকা সুনীল মাহাতোর ধান গোডাউনের সাটার ভেঙে ভিতরে ঢুকে পাঁচ বস্তা ধান গোডাউন থেকে বের করে গোডাউনের সামনে খায় হাতির দল। গ্রামবাসীরা যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন। হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলা পার্টির সদস্যরা কাজ না করায় গ্রামবাসীরা হাতির দলকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। এছাড়াও ওই এলাকার ঢেঁকিপুড়া গ্রামে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। ওই গ্রামের মাঠে গিয়ে কয়েক বিঘা জমির বীজতলা নষ্ট করে দিয়েছে হাতির দলটি । সেই সঙ্গে ছোট চাঁদাবিলা ,বড় চাঁদাবিলা সহ বিভিন্ন গ্রামে ঢুকে কয়েক বিঘা জমির সবজি চাষ নষ্ট করে দিয়েছে। অপরদিকে ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া, সিরসী, গোবিন্দপুর, মানিকপাড়া সহ বিভিন্ন গ্রামে ঢুকে হাতির দল ব্যাপক তাণ্ডব চালায় বলে গ্রামবাসীরা জানান। সেই সঙ্গে ওই এলাকায় হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়ে দশটি বাড়ি ভেঙে দিয়েছে।
বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য আবেদন জানানো হয়। যেভাবে প্রায় শতাধিক হাতি ঝাড়গ্রাম ব্লক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তাতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বনদপ্তরের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গলে পাতা তুলতে যেতে নিষেধ করা হয়েছে, সন্ধ্যার পর জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে, হাতিকে উত্ত্যক্ত করতেও নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বন দপ্তরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তবে যেভাবে হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে তাণ্ডব চালিয়ে ঘরবাড়ি ভাঙার পাশাপাশি ফসলের ক্ষতি করছে তাতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।