নিউজ ডেস্ক: সারাদিনের ব্যস্ততা ও কাজের চাপে নিচের দিকে সময় দিতে অনেকেই ভুলে যান। অতিরিক্ত স্ক্রিন টাইম মোবাইল ও ল্যাপটপের দিকে তাকিয়ে থাকা রাতে ঘুম কম হওয়া এসবের জন্য চোখের নিচে বাড়তে থাকে কালির ছোপ। সময় মতো এই কালির ছোপ দূর করার ব্যবস্থা না নিলে তা ক্রমশই গাঢ় হয়ে যায়। বাজার চলতি রাসায়নিক প্রসাধানের বদলে ঘরোয়া উপায়ে চোখের নিচের কালি দূর করা সম্ভব। জেনে নিন এমনই তিনটে ভীষণ উপযোগী রূপচর্চার টোটকা।
গ্রিন টি
মানুষের ত্বকের মধ্যে চোখ হল সব থেকে সেনসিটিভ জায়গা। তোর প্রাকৃতিক উপায় চোখের নিচ থেকে কালি দূর করতে সবথেকে ভালো কাজ করে গ্রিন টি। গ্রিন টি খাওয়ার পরে সেই ব্যাগটি ফেলে না দিয়ে ঠান্ডা করে চোখের নিচে রেখে দিতে পারেন এতে চোখের নিচের কালো ভাব দূর হয়।
শসার প্যাক
শসার মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে। তাই শসার রসে তুলো চুবিয়ে তার চোখের উপর লাগিয়ে রাখতে পারেন বেশ কিছুক্ষণ। এতে চোখের নিচের কালি দূর হয়।
আলুর রস
আলুর রস ডার্ক সার্কেল দূর করতে অন্যতম ভালো উপাদান। আলু থেতো করে বা গ্রেটার দিয়ে ছেঁচে নিয়ে সেই রস তুলে ভিজিয়ে চোখের তলায় ১৫ মিনিট লাগিয়ে রাখলে তা চোখের নিচের কালি দূর করে।
ঘরোয়া এই উপায় গুলি ছাড়াও আন্ডারআই ক্রিম ব্যবহার করা যেতে পারে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। সপ্তাহে তিন চার বার এই টোটকা গুলি মাখলে চোখের নিচ থেকে নিমেষেই কালি দূর হয়ে যায়।