নিউজ ডেস্ক: বাগান করতে পছন্দ করেন কিন্তু জায়গার অভাবে বারান্দাতে টবেই গাছ লাগিয়েছেন। ফাঁকা সময় এই বারান্দায় এসে সময় কাটান। আবার একটু বৃষ্টি পড়লেই এক কাপ কফি করে বারান্দায় বসে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার সাধের বাগানের বর্ষায় চাই বিশেষ যত্ন। বর্ষাকালে টবের গাছের যত্ন না নিলে তা মরে যেতে পারে। কোন কোন উপায় অবলম্বন করতে হবে তা জেনে নিন।
আগাছা পরিষ্কার
বৃষ্টির জল পেয়ে বর্ষাকালে প্রচুর আগাছা জন্ম নেয় তবেও খেয়াল করলে দেখবেন তরতরিয়ে বাড়ছে আগাছা। এই আগাছা গুলি মাটির পুষ্টিগুণ টেনে নেয়। ফলে আপনার সাধের গাছে খাবারের অভাব দেখা যায়। ফলে শুকিয়ে যায় গাছগুলি তাই নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে অন্তর টবের মাটি থেকে আগাছা পরিষ্কার করুন।
জমে থাকা জল ফেলে দেওয়া
বর্ষা আসার আগেই টবের কানা অবধি মাটি ভরে দেওয়া উচিত। এতে বৃষ্টির জল টবে জমেনা। তবে যদি টবের মাটির গোড়ায় জল জমে থাকে তাহলে সে জল মনে করে ফেলে দেওয়া জরুরী। গাছের গোড়ায় জল জমে থাকলে তা গোড়া পচিয়ে দেয়।
পরিমাণ মতো জল দেওয়া
বর্ষাকালে সাধারণত গাছের জল দিতে লাগে না। বাতাসে হিউমিডিটি বেশি থাকায় মাটি এমনিতেই আদ্র থাকে। তার ওপর যখন তখন বৃষ্টিতে প্রয়োজনের থেকে বেশি জল থাকে টবের মাটিতে। তাই জল দিতে হলেও বুঝে জল দিন।
গাছকে রোদ খাওয়ানো
বর্ষাকালে মেঘলা আকাশে রোদ প্রায় থাকেই না। তবে কিছু গাছ আছে যাদের সরাসরি রোদ প্রয়োজন হয় তাই একটু রোদ উঠলে গাছগুলোকে রোদে দিন।
পোকা তাড়ানো
বর্ষাকালে পোকা কেন্ন শামুক অনেক বৃদ্ধি পায়। টবের গাছের গোড়ায় এই সমস্ত পোকামাকর গাছের ক্ষতি করে। তাই প্রয়োজন পড়লে কীটনাশক ব্যবহার করুন।