নিউজ ডেস্ক: মুম্বই থেকে গোয়ার পথে যাচ্ছে দুই পাকিস্তানি। তবে খালি হাতে নয়। সঙ্গে রয়েছে আরডিএক্স বোঝাই ট্যাঙ্কার। এবার এমনই হুমকি ফোনকল পেল মুম্বই পুলিশ। রবিবারের এই ভয়ঙ্কর ফোনকলে স্বভাবতই চিন্তিত গোটা পুলিশ ফোর্স।
মুম্বই পুলিশের তরফে জানান হয়েছে, দুপুর ১টা নাগাদ হুমকি ফোনটা পায় কন্ট্রোল রুম। নিজেকে ‘পাণ্ডে’ বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি জানায়, একটি সাদা রঙের আরডিএক্স বোঝাই ট্যাঙ্কার নিয়ে যাচ্ছে পাকিস্তানের দুই নাগরিক। কলটি ভুয়ো কিনা, তা জানতে শুরু হয় তদন্ত। ফোনকলটি যেখান থেকে করা হয়েছিল, তা যাচাই করে দেখা হয়। কিন্তু সেখানে কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ব্যক্তিটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়। আর ফোনকলটির পিছনে তার উদ্দেশ্যই বা কী, তাও জানার চেষ্টা করছে মুম্বই পুলিশ।
ঘটনার গুরুত্ব বুঝে তড়িঘড়ি মহারাষ্ট্র এটিএস এবং গোয়া পুলিশের কন্ট্রোল রুমকে সতর্ক করে মুম্বই পুলিশ। কোড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা শহরকে। মুম্বই থেকে গোয়ার দিকে যাওয়া প্রতিটি গাড়িতে চলছে চিরুনি তল্লাশি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এইরকম ফোনকল প্রায়ই এসেছে মুম্বই পুলিশের কাছে। সূত্রানুসারে, গত ১৩ জুলাই পাকিস্তানি নাগরিক সীমা হায়দারের নাম উল্লেখ করে মুম্বই ট্রাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোনকল করে অজানা আততায়ী। বলা হয়, সীমাকে পাকিস্তানে ফেরত পাঠানো না হলে ২৬/১১’এর ধাঁচে হামলা করা হবে। উল্লেখ্য, এক হিন্দু নাগরিকের সঙ্গে সংসার করার জন্যে পাকিস্তান ছেড়ে ভারতে পালিয়ে এসেছে সীমা। ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়।
ঠিক তার পরই গত মঙ্গলবার আরও একটা হুমকি ফোনকল পায় মুম্বই পুলিশ। সেখানে বলা হয়, বাণিজ্য নগরির একটি নির্দিষ্ট স্থানে মজুত করা হয়েছে প্রচুর কার্তুজ এবং AK-47। বোমাও বসানো হয়েছে। সেই সঙ্গে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর হামলার কথা বলে ওই ব্যক্তি। সেই ঘটনায় তদন্ত এখনও চলছে। তার মধ্যেই রবিবারের এই ফোনকলে রীতিমতো উদ্বিগ্ন পুরো পুলিশ প্রশাসন।