নিউজ ডেস্ক: কম দামে 4G মোবাইল বাজারে এনে চমক দিয়েছিল রিলায়েন্স Jio। এবার মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বাজারে আসতে চলেছে Jio Book ল্যাপটপ। অ্যামাজনের প্রকাশিত টিজার অনুযায়ী, এই ল্যাপটপ লঞ্চ করতে চলেছে আগামী ৩১ জুলাই। গত অক্টোবরে রিলায়েন্স থেকে লঞ্চ হওয়া Jio Book-এর আপডেট ভার্সন বলে অনুমান করা হচ্ছে এটি।
এর ফিচার্সগুলির মধ্যে থাকবে 4G কানেকশনযুক্ত ওক্টা-কোর প্রসেসর। থাকতে পারে আগের মতো ১১.৬ ইঞ্চি HD ডিসপ্লে, ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ২ জিবি র্যাম। সেই সঙ্গে থাকতে পারে ৩২ জিবি eMMC স্টোরেজ। উল্লেখ্য, জিও বুকে মোবাইলের মতোই ইন্সটল করা যায় থার্ড পার্টি অ্যাপ।
জিও বুক ল্যাপটপের ওজন হবে ৯৯০ গ্রাম। তবে দাম নিয়ে এখনও স্পষ্ট কিছু বলা না হলেও মধ্যবিত্তের পক্ষে কেনা সম্ভব হবে বলে করা হচ্ছে দাবি। জিও বুকের দাম রয়েছে ২০০০০-এর কম। মনে করা হচ্ছে নতুন ভার্সনেরও দাম থাকবে এর আশেপাশেই। তবে নতুন জিও বুক ল্যপটপ শুধুমাত্র অনলাইনে কেনা যাবে, নাকি অফলাইন মার্কেটেও আনা হবে, তা এখনও খোলসা করেনি অ্যামাজন। তবে জিও বুক আপাতত পাওয়া যায় শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোরে।