নিউজ ডেস্ক: পাকিস্তান এ: ৩৫২-৮ (তৈয়ব তাহির ১০৮, ফারহান ৬৫)
ভারত এ: ২২৪ (অভিষেক ৬১, ধূল ৩৯)
পাকিস্তান এ দল ১২৮ রানে জয়ী। এমার্জিং এশিয়া কাপে স্বপ্নভঙ্গ ভারত এ দলের।
বিরাট ব্যবধানে হার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে। গ্রুপ পর্বের হারের মধুর বদলা নিয়ে এমার্জিং এশিয়া কাপ ট্রফি নিজেদের দখলে রাখল পাক এ দল। টুর্নামেন্ট নিয়ে বিস্তর অভিযোগ। এমার্জিং কাপ নাম দেওয়া হলেও বয়সের কোনও বাছ-বিচার করা হয়নি। তিরিশ বছরের ক্রিকেটারকে পর্যন্ত খেলিয়ে দেওয়া হয়েছে। যদিও কেউই লিখিত অভিযোগ করেনি।
মহাগুরুত্বপূর্ণ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। প্রথম দুই ওপেনার সৈয়ম আয়ুব এবং সাহিবজাদা ফারহান মিলে মাত্র ১৭ ওভারে ১২১ রান তোলেন। কিন্তু সেখান থেকে খানিকটা কামব্যাক করে ভারত এ দল। পরপর পাকিস্তানের কয়েকটি উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। রিয়ান পরাগ দু’ওভারে দুটি উইকেট নেন। একটা সময় ১৮৭ রানে পাকিস্তানের পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন ভারত এ দলের বোলাররা। কিন্তু তারপরই শুরু হয় তৈয়ব তাহিরের ঝড়। মাত্র ৭১ বলে শতরান করেন তিনি। মোট করেন ১০৮ রান। ভারত এ দলের বিরুদ্ধে ফাইনালে ৩৫২ রান তোলে পাকিস্তান এ দল।
আরও পড়ুন: Wrestler’s Protest: কুস্তি নিয়ে কোস্তাকুস্তি অব্যাহত
Tags: NULL