নিউজ ডেস্ক: আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিনের জন্য জ্ঞানবাপীতে সমস্তরকম পরীক্ষা-নিরীক্ষার কাজ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। আগামী বুধবার বিকেল ৫ টা পর্যন্ত করা যাবে না সার্ভে। মসজিদের কোনও নিদর্শনে হাত না দিয়ে আপাতত শুধুমাত্র কিছু মাপজোকের কাজ করছে ASI বলে উচ্চ আদালতে জানান সলিসিটর জেনারেল তুষার মেটা। কিন্তু প্রধান বিচারপতি বলেন, মুসলিম পক্ষকে এলাহাবাদ হাইকোর্টে যাওয়ার সময় দেওয়া প্রয়োজন এরজন্য। এই জন্যই ২ দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে সমীক্ষা।
উল্লেখ্য, বেনারস কোর্টের নির্দেশ অনুসারে শুরু হয়েছিল জ্ঞানবাপী মসজিদে সার্ভের কাজ। আজ সকালেই ASI-এর একটি ৩০ জন সদস্যের দল শুরু করে এই সার্ভে। সকাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় হিন্দু পক্ষের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন ৪ জন মহিলা-আবেদনকারী এবং তাঁদের উকিলও। তবে দেখা যায়নি মুসলিম পক্ষের কোনও উকিল কি সদস্যকে।
এদিকে বেনারস কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মুসলিম পক্ষ। তাদের দাবি ছিল সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হচ্ছে এই পরীক্ষা-নিরীক্ষার অনুমতি দেওয়ায়। মসজিদে ASI-এর কোনও কাজের সময় কোনওরকম অশান্তি অথবা মসজিদের কোনও নিদর্শনের যাতে না ক্ষতি হয়, সেই দিকে খেয়াল রাখার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। যদিও বিবাদিত ওজুখানাটি শিবলিঙ্গ দাবি করা হলে সেটিকে উচ্চ আদালতের বিচারাধীনে আনা হয়, এবং শুনানি পর্যন্ত ওই এলাকাটির কোনও সার্ভে করানো যাবে না বলে রায় দিয়েছিল কোর্ট।
ওজুখানা বাদে বাকি মসজিদে কার্বন ডেটিং করানো হবে বলেও জানা গিয়েছিল ASI-এর তরফ থেকে। কার্বন ডেটিং প্রযুক্তির সাহায্যে নির্ণয় করা সম্ভব হবে মসজিদের বয়স। এই কারণে এই পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ উভয় পক্ষের জন্যই। আগামী ৪ ঠা আগস্ট জেলা আদালতের কাছে জমা দেওয়ার কথা সার্ভের প্রাথমিক রিপোর্ট।