নিউজ ডেস্ক: এতদিন পর্যন্ত নীল পাখির লোগোতেই সকলে টুইটারকে
চিনত। এবার আর দেখা যাবে না সেই নীল পাখিটি। টুইটারের কর্ণধার এলন মাস্ক স্পষ্টই জানিয়েছেন
এই লোগো পরিবর্তনের কথা। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে এবার টুইটারের নামও নাকি বদলে
যেতে চলেছে। মালিকানা বদলে ছিল আগেই, এবার নাম বদল? টুইট করে এলন মাস্ক জানান যে এই
ব্র্যান্ডটিকে নতুন করে প্রচার করতে চাইছেন তিনি যাকে রি-ব্র্যান্ডিং বলা হয়।
টুইটে এলন মাস্ক লেখেন, ‘শীঘ্রই আমরা ট্যুইটার
ব্র্যান্ডকে বিদায় জানাব…ধীরে ধীরে সব পাখিকেও’। তবে নতুন লোগোটি কেমন দেখতে হবে? মাস্ক
বলেন নীল পাখির বদলে টুইটারের নতুন লোগো হবে ইংরেজি ‘এক্স’ অক্ষরের মত। নীল রঙের পাখির
এবার বাসা ভাঙল। উড়ে গেল নীল পাখি। আসছে ‘এক্স’। এমনকি তিনি এও জানিয়েছেন এবার থেকে
x.com লিখলেও তা সোজা twitter.com-এই নিয়ে যাবে। ফলে অচিরেই টুইটারের লোগোর পাশাপাশি
তার নামও যে বদলে যেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Jio Book laptop: মধ্যবিত্তের জন্য নতুন ল্যাপটপ লঞ্চ করছে রিলায়েন্স, দেখুন কত হতে পারে দাম
মালিকানা
গ্রহণের পর থেকেই টুইটারে একের পর এক বদল আনছেন ইলন মাস্ক। শুরুতেই ৫০ শতাংশ কর্মী
ছাঁটাই থেকে শুরু করে অত্যাধিক চাপ দেওয়া, টুইটারের
ইন্টারফেস থেকে ভেরিফিকেশন, যাবতীয় ক্ষেত্রেই বড় পরিবর্তনের
সিদ্ধান্ত নিয়েছেন ধনকুবের মাস্ক। তাঁর লক্ষ্য একটাই, নিজের বাকি
সংস্থার মতো টুইটারকেও লাভজনক বানানো। সেই
উদ্দেশেই এবার টুইটারের পরিচয় নীল পাখিকেই বদলে ফেলতে চলেছেন। ২০০৬ সালে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম
তৈরি হওয়ার সময় মাত্র ১৫ ডলারের বিনিময়ে কিনে নেওয়া হয়েছিল এই নীল পাখির স্টক। আর এবার
সেই পাখিকেই বিদায় জানাতে চলেছেন এলন মাস্ক।