নিউজ ডেস্ক: ১৯৭৩ সালে ভারতে শুরু হয়েছিল প্রজেক্ট
টাইগার। ২০২৩-এ এসে তার পঞ্চাশ বছর পূর্তি হবে। আর সেই স্বর্ণজয়ন্তীর লগ্নেই বন্ধ হয়ে
যাচ্ছে ভারতের এই ঐতিহ্যবাহী ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। রবিবার এমনটাই জানাল কেন্দ্রীয়
বন ও পরিবেশ মন্ত্রক। তবে পুরোপুরি প্রকল্প বন্ধ হচ্ছে না, ভারতের হস্তি সংরক্ষণ প্রকল্পের
সঙ্গে যুক্ত হতে চলেছে এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। টুইটারে বন ও পরিবেশ মন্ত্রক জানিয়েছেন
যে শীঘ্রই এই প্রকল্প গুটিয়ে ফেলা হবে। এ নিয়ে যদিও কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র
যাদব স্পষ্ট বলেন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বন্ধ হয়ে যাওয়া মানে ব্যাঘ্র সংরক্ষণই বন্ধ
হয়ে গেল এমনটা নয়।
এদিন টুইটারে ভূপেন্দ্র যাদব
জানান, ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি দেশের হস্তি সংরক্ষণ
(প্রজেক্ট এলিফ্যান্ট) প্রকল্পের সঙ্গে যৌথ ভাবে কাজ করবে। যার নয়া নামকরণ করা
হয়েছে, বাঘ ও হস্তি সংরক্ষণ ডিভিশন। প্রকল্প শুরুর আগে ভারতে বাঘের সংখ্যা ছিল মাত্র ২৯৯টি
আর দীর্ঘ ৫০ বছর পরে সারা ভারতে বাঘের সংখ্যা ৩১৬৭। এমনকি এই অর্থবর্ষে ব্যাঘ্র প্রকল্পের
জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ২৪৭৮ কোটি থেকে বাড়িয়ে ৩০৭৯ কোটি টাকা করা হয়।
আরও পড়ুন: Monsoon Session in Parliament: সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল সংসদ
ফলে নানা
মহলে প্রশ্ন উঠছে যে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো সত্ত্বেও তার তিন মাসের মধ্যেই কেন
প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার? দেশের বাঘ বিশেষজ্ঞরা অনেকেই বলছেন
যে এর ফলে বাঘ সংরক্ষণ অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। বাঘ এবং হাতি এই দুই ভিন্ন গোত্রের
প্রাণীর সংরক্ষণ কীভাবে একই প্রকল্পের অধীনে হতে পারে, এমনটাই প্রশ্ন রেখেছেন সকলে।
দুই ভিন্ন ধরনের বন্যপ্রাণকে মিলিয়ে দেওয়ার মধ্যে প্রকল্পে বরাদ্দ অর্থ কমানোর সম্ভাবনা
দেখছেন অনেক বিরোধী রাজনৈতিক দল।