নিউজ ডেস্ক: শ্রাবণ মাসের প্রথম সোমবার। শিবের মাথায় ঢালার জন্য নদী থেকে জল তুলতে গিয়ে জামুরিয়ায় অজয় নদীতে তলিয়ে গেল বিএ প্রথম বর্ষের ছাত্র। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে জামুরিয়া বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম কাজু ঘোষ, বয়স ১৯ বছর।
চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সিদ্ধপুর গ্রামে বাড়ি ওই কাজুর। স্থানীয় বাসিন্দা যদুপতি পাল, কৃষ্ণচন্দ্র মুহুরিরা জানান শ্রাবণ মাসের প্রথম সোমবার হওয়ার জন্য অজয় নদীর সিদ্ধপুর বাগডিহা নদীর ঘাটে বহু মানুষ স্নান করেন। সেখান থেকে জল নিয়ে স্থানীয় মন্দিরে শিবলিঙ্গের মাথায় ঢালেন। কাজু ঘোষও তার কয়েকজন বন্ধু সকাল ৬টা নাগাদ বেরিয়ে নদীতে স্নান করা উদ্দেশ্যে যান।
আরও পড়ুন: Elephant Rampage: বেপরোয়া হাতির তাণ্ডব, ভাঙল একাধিক বাড়ি
বর্ষার সময় অজয় নদ এখন জলে টইটম্বুর। সেই সময় কোনওভাবে নদীতে তলিয়ে যায় কাজু ঘোষ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে মাছ ধরার জাল নিয়ে কাজু ঘোষকে উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগেও অজয় নদে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি বাড়ানো হয়নি বলে অভিযোগ। মৃতের পরিবারের দাবি তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।