নিউজ ডেস্ক: চাকরিজীবীদের জন্য সুখবর দিল কেন্দ্র। প্রভিডেন্ট ফান্ডের সুদ বাড়ানোর সিদ্ধান্ত নিল EPFO। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ৮.১৫% বাড়ানো হলো পিএফ-এর হার। উল্লেখ্য, আগের অর্থ বছরে এই সুদের হার ছিল ৮.১%, যা বিগত ৪৫ বছরে সর্বনিম্ন। এই নির্দেশ অনুসারে, EPF-এর অন্তর্গত চাকরিজীবীদের ২০২২-২৩ অর্থবর্ষের জন্য ৮.১৫% হারে সুদ দেওয়ার অনুমোদন জানিয়েছে কেন্দ্র।
২০১৯ -২০ এবং তার পরের অর্থ বর্ষে পিএফ-এ সুদের হার ছিল যথাক্রমে ৮.৬৫ এবং ৮.৫০%। এরপর করোনা আবহের মধ্যে ২০২১-২২ বর্ষে এই রেট কমে এক ধাক্কায় নেমে গিয়েছিল ৮.১-এ। তবে এই সুদের হার বৃদ্ধি কিছুটা স্বস্তি দিল মধ্যবিত্ত চাকরিজীবীদের। প্রসঙ্গত, বর্তমানে EPFO ৮৫% বিনিয়োগ করে থাকে সরকারি সিকিউরিটিজ ও বন্ডে। বিনিয়োগ থেকে প্রাপ্ত লাভ থেকেই ওই সুদ দেওয়া হয়ে থাকে চাকরিজীবীদের।
উল্লেখ্য, মাসখানেক আগে একটি সূত্রে দাবি করা হয়েছিল আগামী অর্থ বছরেও PF সুদের হার অপরিবর্তিত রাখতে পারে কেন্দ্র। এমন কি কমিয়ে করা হতে পারে ৮%ও! কিন্তু আগামী বছর লোকসভা নির্বাচন। বিশেষজ্ঞদের এক অংশের মতে, মধ্যবিত্তের মন জয় করতেই বাড়ানো হলো PF সুদের হার।